D-TAIL BARTA

Healthy tips:এই ছোট্টো জিনিস এর দ্বারাই বছরের পর বছর পরিস্কার রাখতে পারবেন বাড়ির জলের ট্যাঙ্ক।

Healthy tips_এই ছোট্টো জিনিস এর দ্বারাই বছরের পর বছর পরিস্কার রাখতে পারবেন বাড়ির জলের ট্যাঙ্ক। বাড়ির ট্যাঙ্ক আর জল থেকে সাদা সাদা নোংরা জল বেরোচ্ছে? প্রতিমাসে পরিস্কার করা সম্ভব হচ্ছে না?

Water tank cleaning

 

 

চিন্তা নেই জেনে নিন জল ট্যাঙ্ক পরিস্কার এর সহজ উপায়। জলই জীবন কিন্তু মাঝে মাঝে এই জল থেকে হয়ে থাকে মারণ রোগব্যাধি। বাড়ির ট্যাঙ্ক এর জল সাধারণত পান করা না হলেও স্নান করা বাসন মাজা তবে ওই জলে জীবাণু বাসা বেঁধে থাকলে সেক্ষেত্রে আপনার জন্য সেটি বিপদজনক তাই বাড়ির জলের ট্যাঙ্ক অবশ্যই পরিস্কার করা দরকার। প্রতিমাসে পরিস্কার করা হয় ওঠে না অনেকেরই তবে একটি জিনিস এর মাধ্যমে দীর্ঘদিন পরিস্কার রাখতে পারবেন আপনার বাড়ির জলের ট্যাঙ্ক। অল্পসময় এর মধ্যে কিভাবে করবেন পরিস্কার ? জানুন..

 

আপনি হয়তো ভাবছেন একটিমাত্র জিনিস দীর্ঘসময় ধরে জলের ট্যাঙ্ক পরিস্কার রাখবে কী করে ? হয়তো অত্যন্ত দামী কোনো উপাদান আর দ্বারাই এটি সম্ভব, কিন্তু না আপনার ধারনা সম্পূর্ণ ভুল। সামান্য একটি কাঠ যা আপনার জলের ট্যাঙ্ককে করবে পরিস্কার থাকবে দীর্ঘদিন।

তবে কাঠটি কিন্তু বেগুনী, হ্যাঁ অবাক হওয়ার কিছু কোনো বহুমূল্য কাঠের কথা বলছিনা। আপনার বাড়ির আশপাশে রয়েছে এই গাছটি, এই গাছের কাঠের দ্বারাই বাড়ির জলের ট্যাঙ্ক পরিস্কার রাখতে পারবেন দীর্ঘদিন যাবত। আসলে এটি জাম গাছের কাঠ যেটি আমরা কালোজাম বলেও জেনে থাকি।

এই গাছের কাঠ জলে পচে না তাই প্রাচীনকালে এই কাঠ দিয়েই নৌকা বানানো হতো।

 

 

একটি জাম গাছের কাঠ কেটে ভালো করে ধুয়ে নিন তারপর নিশ্চিন্তে আপনার জলের ট্যাঙ্কএর ভিতর রেখে দিন, দেখবেন দীর্ঘদিন আপনার জলের ট্যাঙ্ক পরিস্কার থাকবে। কোনো সাদা নোংরা ভেসে আসবে না জলের সাথে এমনকি শ্যাওলা পরবে না আপনার ট্যাংকতে। ঘন ঘন ট্যাঙ্ক পরিস্কার এর থেকে এই ছোট্ট উপায়ে দীর্ঘদিন পরিস্কার রাখুন আপনার বাড়ির ট্যাঙ্ক।

জাম গাছের কাঠ এছাড়াও অনেক প্রয়োজনীয়, বাড়ির আসবাপত্র বানাতেও এ গাছের কাঠ কাজে লাগে। এছাড়াও এই গাছের পাতা বিভিন্ন ধরনের পেটের ব্যাধি নিরাময় এর কাজে লাগে।

Exit mobile version