D-TAIL BARTA

Good news’আপনার ভালো সময় আসার আগে ঈশ্বর দেয় যে সংকেত 

‘Good news’

জয় শ্রীকৃষ্ণ হর হর মহাদেব। আজকের মূল বিষয়বস্তু হল জীবনে এখনো যদি আপনার ভালো সময় না এসে থাকে, তবে আপনার জীবনে কবে ভালো সময় আসতে চলেছে তা আপনি আগে থেকে পারিপার্শ্বিক কিছু সামান্য ঘটনা দেখে নিজেই বুঝতে পারবেন। কিন্তু এখন প্রশ্ন হল কীভাবে?


অর্থনৈতিক সমৃদ্ধি, সুখ শান্তি জীবনে আসুক সেটি কে না চায়। আমরা সবাই আর্থিক স্বচ্ছলতার সাথে জীবন কাটাতে চাই, কিন্তু চাইলেই তো সবাই আর সাফল্যের শিখরে পৌঁছোতে পারে না। তবে কথায় বলে জীবন আমাদের সবাইকে একবার না একবার একটি সুযোগ অন্তত দেয়। সেই সুযোগ কে চিনে তার সৎ ব্যবহার যিনি করতে পারেন জীবনের ময়দানে তিনি বাজি মেরে দেন।

জ্যোতিষশাস্ত্র অনুসারে জীবনে ভালোসময়ে আসার আগে ভগবান কয়েকটি সংকেত আগেই আমাদের প্রদান করেন। এই সংকেত গুলো চিনে নিতে পারলেই বুঝবেন কোনো না কোনো সাফল্যের যোগ আপনার সামনে রয়েছে। কিন্তু এই সমস্ত কিছুই নির্ভর করে সময়ের ওপর, সময় বড় কঠিন, সময় মানুষের পরীক্ষা নেয়। আজ যে রাজা সময়ের নিয়মে কাল সে ফকির হতে পারে তাই অহংকার কখনই করা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণ   শ্রীমদ্ভগবদগীতায় সময় নিয়ে কতগুলি কথা বর্ণনা করেছেন। আসুন আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের সময় এবং সংকেত নিয়ে যে কথাগুলি তিনি বলে গেছেন সেগুলি আজ জেনে নেবো

ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সময় ঠিক করে দেয় কোনো মানুষের জীবনে সুখ আসবে নাকি দুঃখ, জীবন কেমন কাটবে সেই সংকেতও মানুষ তার কার্য থেকে বুঝতে পারে। এছাড়া পশুপাখিদের থেকেও সেই সংকে অনেক সময়েই পাওয়া যায়। কিন্তু অজ্ঞতার কারণে সেই সংকেতগুলো বোঝা আমাদের সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না।

যেমন ব্রহ্মমুহূর্তে ঘুম ভেঙে যাওয়া, ভোর ৩টা থেকে ৫টার মধ্যে যদি আপনার ঘুম প্রায়সময়েই ভেঙে যায় তবে বুঝতে হবে যে আপনার জীবনে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। এর ফলে বুঝবেন যে আপনার জীবন সঠিক পথে চলছে, শীঘ্রই ভালো কিছু হতে পারে আপনার সঙ্গে।

এই প্রসঙ্গে শ্রীমদ্ভগবদগীতায় লেখা রয়েছে যে একবার নারদমুনি ভগবান বিষ্ণুর সঙ্গে দেখা করতে বৈকুণ্ঠ ধামে গিয়েছিলেন। সেখানে গিয়ে নারদমুনি ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেছিলেন মানুষের জীবনে সুখ বা দুঃখের আগমনের ইঙ্গিত কীভাবে বোঝা যায়, ভগবান বিষ্ণু তখন নারদমুনিকে বললেন যখন কোনো ব্যক্তির চোখ ব্রহ্মমুহূর্তে অর্থাৎ ভোর ৩টা থেকে ৫টার মধ্যে খুলে যায় অথবা ওই সময়ের মধ্যে তিনি স্বপ্নে ভগবানের দেখা পান তখন থেকেই ইঙ্গিত পাওয়া যায়। ওই ব্যক্তির জীবন সমৃদ্ধি ও প্রভৃতির দিকে এগিয়ে যাচ্ছে এবং তার স্বপ্ন যাতে পূরন হয় তার জন্য স্বয়ং ভগবান তাকে সাহায্য করে। এছাড়াও মনে রাখবেন কোনো ব্যক্তি পূজো করার সময় ঠাকুরের কাছে ফুল নিবেদন করলে যদি সেই ফুলটি মাটিতে পরে যায় তখন বুঝতে হবে সেই ব্যক্তিকে ঈশ্বর আশীর্বাদ করছেন এবং এই ইঙ্গিত থেকেও বোঝা যায় যে তার জন্য শুভ সংবাদ আসন্ন।

এছাড়াও আরো অনেক সংকেত আছে যেগুলি থেকে ভালো সময়ের ইঙ্গিত পাওয়া যায়। যদি দেখা যায় কেউ হাসিখুশি রয়েছেন সর্বদা তাহলে এর অর্থ হল সংশ্লিষ্ট ব্যক্তির মনের মধ্যে ভগবানের বাস রয়েছে এবং তার মনবাসনা পূরণ হওয়ার সময় খুবই নিকটে। এরকমও মানা হয় যে যখন ভবিষ্যতের ঘটনাগুলি আগে থেকেই কেউ দেখতে পায় তাহলে তার অর্থ হল ঈশ্বর ওই ব্যক্তিকে সংকেত দিচ্ছেন যে আগামী দিনে তার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে।

এছাড়াও ধরুন ধনসম্পত্তি নিয়ে চরম সমস্যায় ভুগছেন বহুদিন ধরে কীভাবে এই সমস্যার সমাপ্তি ঘটবে তাও বুঝতে পারা যাচ্ছে না কিন্তু এটি বোঝারও সংকেত ভগবান আগে থেকে বলে দেয়। যদি সকাল সকাল কোনো ব্যক্তি বা আত্মীয়স্বজন ওই ব্যক্তির বাড়িতে এসে হঠাৎ পয়সা দিয়ে যায় তাহলে ধরে নিতে হবে সেই ব্যক্তির বিয়ে মা লক্ষ্মীর আগমন হতে চলেছে এবং তখনই বোঝা যায় যে ধনসম্পত্তি নিয়ে যা সমস্যা রয়েছে তা দূর হতে চলেছে।

ভগবান শ্রীকৃষ্ণ ধনসম্পত্তি সম্পর্কিত সংকেতের বিষয়ে আরও বলেন, যদি কোনো ব্যক্তির খরচ খুব বেশি হয় কোনো ভাবে তিনি পয়সা জমিয়ে রাখতে পারছেন না সেই ব্যক্তি যদি দেখেন হঠাৎ করে তিনি পয়সা জমাতে শুরু করছেন তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির ভালো সময় আসন্ন।

এছাড়াও আপনার বাড়ির ভেতরে যদি হঠাৎ দেখেন সারি দিয়ে কালো পিঁপড়ে মুখে করে খাবারের দানা নিয়ে যাচ্ছে তবে তা অত্যন্ত শুভ সংকেত, বুঝবেন মা লক্ষ্মীর কৃপায় বৃষ্টি পড়েছে আপনার বাড়ির উপর।

এছাড়া ছোটো ছোটো পাখি অথবা পায়রা আপনার বাড়ির কোথাও যদি বাসা বাঁধে তবে তাও শুভ সংকেত বহন করে।

এছাড়াও বাড়ির দরজায় গরুর আগমন, বাড়ির দরজায় প্রতিদিন গরু এলে এবং খাবারের অপেক্ষায় থাকলে একেও শুভ সংকেত বলে মনে করা হয়। এছাড়াও বাড়ির আশেপাশে ক্রমাগত পাখির ডাক বাড়তে থাকা ভালো দিকের ইঙ্গিত করে। তেমন কোনো ঘটনা ঘটলে বুঝবেন জীবনে শীঘ্রই ইতিবাচক কিছু ঘটনা ঘটতে চলেছে।

সবশেষে যেটি বলা যায় সেটি হল পশুপাখিদের ইঙ্গিত থেকেও ভালো সময়ের সংকেত পাওয়া যেতে পারে।

যেমন কোনো বাঁদর কারোর বাড়ির ছাদের ওপর আমের বীজ ফেলে যায় অথবা কোনো বিড়াল যদি বাড়িতে সদ্য বাচ্চার জন্ম দেয় তাহলে ধরে নিতে হবে ভগবান কোনো শুভ সংকেত দিচ্ছে।

এছাড়া স্বপ্নে যদি প্যাঁচা, ময়ূর, হাতি, সাফ বা টিকটিকি দেখেন তাহলে খুব শীঘ্রই অর্থলাভ হতে চলেছে আপনার অর্থাৎ এতখন যে সংকেতগুলির কথা আলোচনা করা হল তার কোনোটিই যদি আপনার ক্ষেত্রে ঘটে তাহলে বুঝবেন ভগবান আপনার উপর সহয় হয়েছে এবং খুব তাড়াতাড়ি আপনার খারাপ সময় কেটে ভালো সময় আসতে চলেছে।

 

বন্ধুরা আপনারা যদি জীবনে চলার পথে এইরকম কোনো ঘটনা বা সংকেত দেখতে পান তাহলে অবশ্যই আমাদের ফলো করুন আর প্রীয়জনদের সাথে শেয়ার করুন ধন্যবাদ।।

 

Exit mobile version