D-TAIL BARTA

Horse painting by vastushastra – বাড়িতে সাতটি ঘোড়ার ছবি কোন দিকে লাগালে বদলে দিতে পারে জীবন ও কেরিয়ার

Horse painting by vastushastra __বাড়িতে সাতটি ঘোড়ার ছবি লাগিয়ে দিন বদল দিতে পারে জীবন, কেরিয়ার পৌঁছে যাবে সাফল্যের শীর্ষে। কিন্তু সাবধান ভুল জায়গায় এ ছবি লাগালেই বাড়বে সমস্যা। বাড়ির এদিকে লাগিয়ে দিন সাতটি ঘোড়ার ছবি টাকার বৃষ্টি আসতে পারে বাড়িতে হয়ে যেতে পারেন বড়লোক।

Horse in Red ground

 

বাস্তুশাস্ত্র মতে বলা হয় ঘরে সাতটি ঘোড়ার ছবি রাখলে জীবন এবং কেরিয়ারের পক্ষে দারুণ উন্নতি হয় তবে সেই ছবি ঘরের কোনদিকে রাখা উচিত সেটা জেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। সাতটি ঘোড়ার একটি ছবি হয়তো বদলে দিতে পারে আপনার ভবিষ্যৎ। বাস্তু মিলে এই ছবি টাঙাতে হবে বাড়ির সঠিক দিকে। বিশেষজ্ঞরা বলেন এতে নাকি উন্নতি অবধারিত।

 

অনেকে ঘর সাজানোর জন্য বিভিন্ন রকমের পেইন্টিং টাঙান বাড়ির কোনায় কোনায়, ভালো লাগে বলে অনেকে বাড়িতে সাতটি ঘোড়া দৌড়ানোর ছবি রাখেন। তবে অনেকে জানেন না কী উপকার হয় এই ছবি রাখলে।

বিশেষজ্ঞরা বলছেন আসলে সাতটি ঘোড়ার ছবি কিন্তু অতি সাফল্য, সাহসিকতা এবং অগ্রগতি বিষয়কে গুরুত্ব দেয়। অনেকের মতে ৭নং টি পয়া সংখ্যা, যেমন রামধনুতে সাতটি রং থাকে, সাতটি নক্ষত্রমন্ডল থাকে, আপনি নিশ্চয়ই সাতটি ঋষির কথা শুনে থাকবেন।

বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে সাতটি ঘোড়ার ছবি রেখে জীবনে উন্নতি করতে চাইলে কোনদিকে এবং কোথায় টাঙানো উচিত তা জেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন জেনে নেই ঘোড়ার ছবি লাগানোর কিছু বাস্তুসম্মত কথা।

 

 

 

১. বিশেষজ্ঞদের মত অনুসারে, সাতটি ঘোড়ার ছবি রাখার সেরা জায়গা হল আপনার বাড়ির বসার ঘরটি তবে ভুলেও কিন্তু জানালা বা প্রধান দরজার কাছে এটি টাঙাতে যাবেন না। বাস্তু অনুসারে বলা হয় সাতটি ঘোড়ার ছবি রাখার সেরা পজিশন হল দক্ষিণ দিক, কারণ এই দিকটি কিন্তু সাফল্যের ইঙ্গিত দেয়।

 

২. অনেকের মতে ছুটন্ত ঘোড়া গুলোর ছবি লাগাতে উত্তর দিকের দেওয়াল টিকেও বেছে নেওয়া যেতে পারে। বলা হয় উত্তর দিক সমৃদ্ধি ঘটাতে সাহায্য করে।

 

৩. আবার অনেক বাস্তু বিশেষজ্ঞরা বলে থাকেন এই পেইন্টিং লাগাতে আপনি পূর্ব দিকও বেছে নিতে পারেন। কারণ যারা কর্মজীবনে শ্রীবৃদ্ধি চান তাদের জন্য সঠিক হল এই দিকটি।

৪. বাস্তুমত অনুসারে যদি লাল রঙের মাঠে সাতটি ঘোড়ার দৌড়ের ছবি বাড়িতে লাগানো হয় তাহলে আপনার আত্মসম্মান আরও বাড়তে পারে।

 

 

 

সাতটি ঘোড়ার ছবি কোথায় টাঙানো উচিত নয়:- বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞরা মনে করেন বাড়ির বেডরুম, মন্দির, স্টাডিরুম, ওয়াশরুম বা প্রধান দরজার যেকোনো দেওয়ালে সাতটি ঘোড়ার ছবি একদম শুভ নয়। কারণ ওইখানে ওই ছবি রাখলে উন্নতির বদলে হয়তো সমস্যা তৈরি হতে পারে।

 

 

এসব কথা অবশ্য নানা তথ্য থেকে নেওয়া হলেও বিশদে জানতে অবশ্যই বাস্তু বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন।

Exit mobile version