“UPI alert” আজই বন্ধ করুন 𝚄𝙿𝙸-এর এই সেটিংস। নইলে হারাতে হবে ব্যাঙ্কে থাকা সকল পুঁজি। কোন সেটিংস বন্ধ করতে হবে? কি ক্ষতি করতে পারে এই ফিচার? জেনে নিন,
বিশ্বে 𝚄𝙿𝙸-এর ব্যবহার লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে।
𝙿𝚑𝚘𝚗𝚎𝙿𝚎, 𝙶 𝙿𝚊𝚢, 𝙿𝚊𝚢𝚝𝚖-এর মতো থার্ড পার্টি অ্যাপগুলি অনলাইনে 𝚄𝙿𝙸 লেনদেনকে আরও বেশি সহজ করে তুলেছে। বর্তমানে ছোটো দোকানদার, হকার থেকে শুরু করে বড়ো বড়ো শপিং মলে 𝚄𝙿𝙸 কোড স্ক্যান করে লেনদেন করা যায়। তবে এবার জানা গেল সেই 𝚄𝙿𝙸-এর অন্দরে লুকিয়ে থাকা এক অবিশ্বাস্য সত্য।
আজকাল অনেকেই 𝚄𝙿𝙸 𝙰𝚞𝚝𝚘 𝙿𝚊𝚢 ফিচারটি ব্যবহার করে থাকেন মাসিক বিল পরিশোধকে সহজ করে তুলতে। কারণ এটি নির্দিষ্ট সময় অন্তর গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে স্বয়ংক্রিয় ভাবে মোবাইল ইন্টারনেট, বিদ্যুৎ, জল ও গ্যাসের মতো পরিষেবা গুলির বিল পরিশোধ করে দেয়। অর্থাৎ এখানে একবার সকল নথি সেট করে দিলেই প্রতি মাসে নিজে থেকেই টাকা কেটে যাবে।
ফলে গ্রাহকদের সময় বাঁচে এবং প্রতিবার লগইন করার ঝামেলা দূর হয়। আর এখানেই ঘটে বিপদটি। কারণ কোনো পরিষেবা বন্ধ করে দেওয়া হলে 𝙰𝚞𝚝𝚘 𝙿𝚊𝚢 চালু থাকলে সেই টাকা কেটে নেওয়া হতে পারে। এমনকি গ্রাহক যদি এই বিষয়টি ভুলে যান তাহলে প্রতিমাসে টাকা কাটতেই থাকবে এবং এই ভুলের কারণে ধীরে ধীরে অ্যাকাউন্ট খালিও হয়ে যেতে পারে। উল্লেখ্য 𝚄𝙿𝙸 𝙰𝚞𝚝𝚘 𝙿𝚊𝚢 একটি সহজ এবং কার্যকর ফিচার হলেও এটি ব্যবহারে সাবধান হওয়া প্রয়োজন। তাই টাকা বাঁচাতে প্রয়োজন অনুযায়ী 𝙰𝚞𝚝𝚘 𝙿𝚊𝚞𝚜𝚎 বা 𝙳𝚎𝚕𝚎𝚝𝚎 করাই শ্রেয়।
এবারে বলি, কীভাবে বন্ধ করবেন এই অপশন?
এর জন্য প্রথমে 𝙿𝚑𝚘𝚗𝚎𝙿𝚎 অ্যাপটি খুলে প্রোফাইল অপশনে ক্লিক করতে হবে। এরপরে পেমেন্ট ম্যানেজমেন্ট অপশনে গিয়ে 𝙰𝚞𝚝𝚘 𝙿𝚊𝚢 অপশন টিতে ক্লিক করলে দুটি অপশন আসবে 𝙿𝚊𝚞𝚜𝚎 এবং 𝙳𝚎𝚕𝚎𝚝𝚎। এরপর সাময়িকভাবে 𝙰𝚞𝚝𝚘𝙿𝚊𝚢 বন্ধ রাখতে চাইলে ‘𝙿𝚊𝚞𝚜𝚎’ ক্লিক করতে হবে, আর পুরোপুরি 𝙰𝚞𝚝𝚘𝙿𝚊𝚢 বন্ধ করতে চাইলে ‘𝙳𝚎𝚕𝚎𝚝𝚎’ ক্লিক করতে হবে।
তবে 𝙰𝚞𝚝𝚘𝙿𝚊𝚢 বন্ধ করার পর ম্যানুয়ালি বিল পরিশোধ করতে হবে। তাহলে আর দেরি না করে এক্ষুনি চেক করে দেখুন আপনার 𝙰𝚞𝚝𝚘𝙿𝚊𝚢 তে কোন কোন পরিষেবা যুক্ত রয়েছে। সেগুলো আদৌ প্রয়োজন কিনা।