Suspense thriller movies :- মুভি দেখতে সবাই প্রছন্দ করে বিশেষ করে সেটা যদি হয় রহস্যজনক সিনেমা। আজকে আমরা সেই সব সিনেমা প্রেমীদের কাছে ৫ টি বাছাই করা সাউথ সাসপেন্স সিনেমা তুলে ধরেছি। যার মধ্যে সাসপেন্স আর সাথে সত্য ঘটনাও রয়েছে।
১. (Ranam Aram Thavarel) := মুভির স্টার কাস্টের নাম হল Vaibhav Reddy । মুভির কাহিনী খুবই Interesting & Suspense।মুভিতে পুলিশ অফিসার একটার পর একটা কাঠবোর্ডের মধ্যে মৃত মানুষের দেহ পেয়েছে। যা একটা রহস্য সৃষ্টি করছে, যে এই দেহগুলো কতজন মানুষের। কে এই সাইকো যে মানুষদের মারার পর কাঠবোর্ডের মধ্যে রাখছে।
তো কে এই মার্ডার রহস্যের সমাধান করবে এবং ওই খুনিকে ধরবে সেটাই হল এই মুভির মূল কাহিনী।
2. (Repeat) := মুভির স্টার কাস্টের নাম হল Naveen Chandra। এই মুভির কাহিনী খুবই Interesting। এই মুভিতে একজন লেখক রয়েছে, তিনি যেই কাহিনী লেখেন সেইটা সত্যি হতে শুরু হয়। প্রথমে তিনি ভরসা করেননি পরে যখন একজন DGP মেয়ে কিডন্যাপ হয় যেরকম তিনি লিখেছিলেন তখন তিনি ভরসা করেন। কীভাবে ওই লেখকের কাহিনী সত্যি হচ্ছে, কে DGP মেয়েকে কিডন্যাপ করেছে, এইসব রহস্য একজন Police Officer solve করার চেষ্টা করছে।
Police Officer কী এই Investigation solve করতে পারবে? সেইটা নিয়েই হল এই মুভির কাহিনী।
৩. (Hidimba) := মুভির স্টার কাস্টের নাম হল Ashwin Babu। শহরে একটার পর একটা মেয়ের কিডন্যাপ হচ্ছে। যাদেরকে কিডন্যাপ করেছে তাদের সঙ্গে কী করছে সেটা কেউ জানেনা। ১৬০০০ মেয়ে কিডন্যাপ হয়েছে কিন্তু পুলিশ কিছু করতে পারছে না। এই কিডন্যাপ হওয়ার পেছনে রহস্য কী, কিডন্যাপাররা কে এবং পুলিশ তাদের খুঁজে পাবে নাকি, এইসব নিয়েই হল এই মুভির কাহিনী।
৪.(john Luther) := মুভির স্টার কাস্টের নাম হল Jayasurya। একরাতে দুটো ঘটনা ঘটেছে একদিকে একটি ছেলের Car Accident হয় এবং সে সেইখানেই মারা যায় আর একদিকে একজন টিচার কিডন্যাপ হয়ে যায়। যখন দুটো ঘটনার Investigation Start হয় তখন অনেক Shocking News সামনে আসে।
Accident কী শুধু Normal Accident এবং টিচার কীভাবে কিডন্যাপ হল, কেন হল, এইসবের পেছনে রহস্য কী এবং এই দুটো ঘটনার পেছনে কী একজনের হাত আছে। এইসব নিয়েই হল এই মুভির কাহিনী।
৫. (Meenakshi) := মুভির স্টার কাস্টের নাম হল Regina Cassandra। এই মুভিতে কিছু Twist রয়েছে যার জন্য মুভিটা Interesting হয়ে যায়। কাহিনীতে 3 Incident হয়, যেখানে একটি ছেলের বডি দফন করা হয়, সেইটা খুঁজতে গিয়ে একটা Skeleton(কঙ্কাল) পাওয়া যায়। যাযর মুখ Divya নামে একজন জীবন্ত মেয়ের সাথে ম্যাচ করছে, এর মধ্যে একজন DSP খুন হয়ে যায়। কে ওই ছেলেটিকে দফন করেছে, Divya মুখ ওই ১২০ সাল পুরোনো কঙ্কালের সঙ্গে কীভাবে ম্যাচ করল, DSP-এর খুন কে করল?
এইসব নিয়েই হল এই মুভির কাহিনী।