D-TAIL BARTA

রথযাত্রায় আজকে কলকাতায় সোনার দাম কত জেনে নিন।

নারী-পুরষ সকলেরই সোনার প্রতি বিশেষ আকর্ষণ রয়েছে। অনেকেই রয়েছে যারা সোনা শুধুমাত্র অলঙ্কার রূপে ব্যবহার করে কিন্তু এমন অনেক ব্যক্তি রয়েছে যারা অলঙ্কার সঙ্গে সোনাকে একটি বিনিয়োগের মাধ্যম হিসেবেও ব্যবহার করে থাকে। গত জুন মাসে লাগাতার বেড়েই চলেছিল সোনার দাম। দীর্ঘদিন সোনার দাম বৃদ্ধি পাওয়ার পর বর্তমানে কমেছে সোনার দাম। আপনি যদি এই সময় সোনা কিনেন তাহলে কত টাকা খরচা হবে সে বিষয়ে আজকে আলোচনা করা হয়েছে

Indian Traditional Gold Necklace shot in studio light

২০২৪-২৫ অর্থবর্ষের জন্য সম্পূর্ণ বাজেট প্রকাশিত হবে জুলাই মাসে এ বছর লোকসভা ভোটের কারণে শুধুমাত্র খসড়া একটি বাজেট প্রকাশ করা হয়েছিল। যেহেতু জুলাই মাসে প্রকাশিত হচ্ছে চলেছে চলতি অর্থবছরের বাজের তাই এই বাজেটের আগে কমতে চলেছে সোনার দাম। সেই অনুযায়ী জুলাই মাসের শুরুতেই কিছুটা কমলো সোনার দাম। যেহেতু সামনেই রথযাত্রা তাই এই সময় সোনার দাম কমার কারণে খুশি অনেকেই।

বর্তমানে কলকাতায় সোনার দাম

বর্তমানে সোনার মূল্য কত তা জানার আগে অবশ্যই জানা জরুরী যে সোনা কত প্রকারের হয়। সাধারণত সোনার বিশুদ্ধতা অনুসারে ১৮ ক্যারেট, ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট হয়। ১৮ ক্যারেট সোনার মধ্যে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে, ২২ ক্যারেট সোনার মধ্যে ৯০ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে এবং ২৪ ক্যারেট সোনার মধ্যে প্রায় ৯৯% বিশুদ্ধ সোনা থাকে।

Beautifully crafted traditional Indian gold jewellery for women. The ornaments are known as bangles worn to hands and made up of 22 carat gold.

১৮ ক্যারেট সোনার দাম

বর্তমানে কলকাতাতে ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম হল ৫,৪৮৩ টাকা অর্থাৎ ১০ গ্রাম সোনার দাম হলো ৫৪,৮৩০ টাকা।

২২ ক্যারেট সোনার দাম

বর্তমানে কলকাতাতে ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম চলছে ৬,৭০১ টাকা। অর্থাৎ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম হল ৬৭,০১০ টাকা।

 

২৪ ক্যারেট সোনার দাম

কলকাতার ২৪ ক্যারেট সোনা 1 গ্রাম কিন্তু আপনার খরচ হবে ৭,৩১০ টাকা। অর্থাৎ বর্তমানে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনা কিনতে খরচ হবে ৭৩,১০০ টাকা।

 

Exit mobile version