itemtype="https://schema.org/Blog" itemscope>

“Post office” এই স্কিমে রাখুন মাত্র ৬ হাজার টাকা মিলিওনিয়ার হবেন আপনিও।

“Post Office” পোস্ট অফিসের এই স্কিমে টাকা রাখলে আপনার বড়লোক হওয়া কেউ আটকাতে পারবে না। এই স্কিমে রাখুন মাত্র ৬ হাজার টাকা মিলিওনিয়ার হবেন আপনিও।

পোস্ট অফিসের কোন স্কিমে টাকা রাখবেন? জেনে নিন……

বর্তমান সময়ে দাঁড়িয়ে সঞ্চয় করাটা অত্যন্ত জরুরি। নিম্নবিত্ত, মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সকলেই নিজেদের স্বার্থ মতো অর্থ সঞ্চয় করেন। টাকা রাখেন বিভিন্ন বিনিয়োগ স্কিমে। তবে অনেকেই এখনো জানেন না কোন স্কিমে টাকা রাখলে সুবিধা মিলবে অনেক বেশি। অনেকেই এখনো পর্যন্ত সঞ্চয় এবং বিনিয়োগের কথা ভাবলে চোখ বন্ধ করে পোস্ট অফিসকেই বেছে নেন তবে কোথায় বিনিয়োগ করলে সঠিক রিটার্ন পাবেন, কোন স্কিম সবচেয়ে ভালো হবে তা বুঝে উঠতে পারেন না অনেকে তাদের জন্য আজকের এই প্রতিবেদন।

Post office

আজ আপনাদের পোস্ট অফিসের এমন একটা স্কিমের হদিশ দেব যাতে মিলিওনিয়ার হওয়ার সুযোগ পাবেন আপনিও। চলুন তাহলে জেনে নেওয়া যাক পোস্ট অফিসের কোন স্কিমে টাকা রাখবেন।

বিনিয়োগ এবং সঞ্চয়ের ক্ষেত্রে পোস্ট অফিসকে চোখ বন্ধ করে ভরসা করা যায়। পোস্ট অফিসে এমন দারুণ দারুণ স্কিম রয়েছে যাতে আপনি পাবেন দুর্দান্ত রিটার্ন। সরকারি প্রকল্প হওয়ায় আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনাও নেই ফলে সঞ্চয়ের কথা ভাবলে পোস্ট অফিসের স্কিম বেছে নিতে পারেন আপনি। পোস্ট অফিসে বিনিয়োগের অন্যতম জনপ্রিয় অপশনটি হল Recurring Deposit Account। বর্তমানে Recurring Deposit-এ ৫.৮ শতাংশ থেকে ৬.৮ শতাংশ হারে বার্ষিক সুদ পাওয়া যায়। কতদিনের বিনিয়োগ করছেন তার মেয়াদের ওপরে সুদের হার নির্ভর করে।

Post office

“Post office” কতদিনের জন্য Recurring Deposit করা যায়? কতদিন এটি চালিয়ে যেতে পারলে ভালো রিটার্ন মিলবে?

সাধারণত Recurring Deposit-এর মেয়াদ ৫ বছর হয়। ৫ বছর পূর্ন হওয়ার পর বিনিয়োগকারী চাইলে আরও ৫ বছরের জন্য বিনিয়োগের মেয়াদ বাড়াতে পারে।

Post office

ধরা যাক কোনো ব্যক্তি মাসে ৫ হাজার টাকা করে RD তে রাখেন, ৫ বছরের মেয়াদে জমা অর্থের পরিমাণ হবে ৩ লক্ষ টাকা। এর ওপরে সুদের হার যোগ করে হবে ৫৪ হাজার ৯৫৭ টাকা। আরও ৫ বছরের জন্য বিনিয়োগ করা হলে ৬ লক্ষ টাকা জমা অর্থের ওপর ২ লক্ষ ৪৪ হাজার ৯৪০ টাকা জমা হবে। সব মিলিয়ে ১০ বছরে জমা অর্থের পরিমাণ হবে ৮ লক্ষ ৪১ হাজার ৯৪০ টাকা। যদি মিলিওনিয়ার হতে চান তাহলে মাসে মাসে ৬ হাজার টাকা করে RD তে রাখলেই হবে। ৬.৭ শতাংশ সুদের হারে ১০ বছরে জমা অর্থের পরিমাণ হবে ১০ লক্ষ ২৫ হাজার টাকা তবে মনে রাখা দরকার RD তে বিনিয়োগের ক্ষেত্রে দেরীতে পেমেন্টের জন্য Late Fine বা জরিমানা নেওয়া হয়। প্রতি ১০০ টাকায় ১ টাকা করে জরিমানা নেওয়া হয়। তাই জরিমানা এড়াতে সময় মতো টাকা জমা করুন।

Leave a Comment