Modi Putin dinner’ যুদ্ধক্ষেত্রে কোনো সমস্যার সমাধান মিলবে না’  পুতিন কে সুপরামর্শ মোদীর 

দীর্ঘদিন ধরে চলছে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ। বিশেষ সূত্রে জানা গেছে যে এই যুদ্ধ ইতি করার সুপরামর্শ দিয়েছেন মোদি।

Modi and putin

রাশিয়া প্রধানমন্ত্রী ভ্রাদিমির পুতিন নিজের বাড়িতে আহারের ব্যবস্থা করেছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য, সেখানে গিয়েই সুপরামর্শ দিয়ে আসেন রুশ প্রেসিডেন্টকে। সূত্রের খবর আহারের টেবিলেই দুই রাষ্ট্রপ্রধানদের মধ্যে যুদ্ধ নেয়া কথা হয় এবং সেখানেই যুদ্ধ ইতি করার সুপরামর্শ দিয়েছেন তিনি।

গত ২ বছর ধরে চলছে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ সথে সঙ্গ মিলিয়েছে বহুদেশ।

সংবাদসংস্থা এনডি টিভি একটি প্রতিবেদন এ জানিয়েছে যে পুতিন কে মোদি একান্তে এই যুদ্ধে ইতি টানার জন্য বুঝিয়েছেন এবং পরামর্শ দিয়েছেন আলোচনা ও কূটনীতি এই বিষয়ে সাফল্য আনতে পারে।

দুদিনের সফরে রাশিয়ার মোস্কো শহরে গিয়েছেন মোদি। সেখানে রুশ প্রেসিডেন্ট এর সাথে কূটনৈতিক আলোচনাও হয়েছে মোদির সাথে। তবে সোমবার ব্যক্তিগত ভাবে নিজের বাড়িতে আমন্ত্রণ করেন পুতিন সেখানে বিভিন্ন রকমের আলোচনা হয়।

তবে শুধু যুদ্ধ নেয়া নয় ভারত এবং রাশিয়া সংক্রান্ত বিভিন্ন জটিলতা নিয়েও আলোচনা হয় জাতীয়স্তরের সংবাদ মাধ্যম দ্বারা জানা গিয়েছে।গত কয়েক মাসে ভারতীয়দের ভুল বুঝিয়ে রাশিয়ায় যুদ্ধে পাঠানোর অনেকগুলি ঘটনা প্রকাশ্যে এসেছে। রাশিয়ায় গিয়ে মৃত্যুও হয়েছে জনা ২৫ ভারতীয়ের। ভারতীয়দের এ ভাবে ভুল বুঝিয়ে রাশিয়ায় নিয়ে যাওয়া নিয়ে তাঁর উদ্বেগের কথা পুতিনকে জানিয়েছেন মোদী। রাশিয়ার প্রেসিডেন্টও বিষয়টি খতিয়ে দেখবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

Leave a Comment