itemtype="https://schema.org/Blog" itemscope>

“Mahashivratri 2025” ১০০ বছর পরে এবার মহা শিব রাত্রিতে এক বিরল সংযোগ! কিন্তু কবে এই মহা শিবরাত্রির সঠিক দিন ২৬ নাকি ২৭?

“Mahashivratri 2025” ১০০ বছর পরে এবার মহা শিব রাত্রিতে এক বিরল সংযোগ! কিন্তু কবে এই মহা শিবরাত্রির সঠিক দিন ২৬ নাকি ২৭?তাই হাতে সময় থাকতে এক্ষুনি দেখে নিন। জানেন, সামনেই মহা শিবরাত্রি।

তবে এবারের শিবরাত্রি যে সে কোন শিবরাত্রি নয় বরং ১০০ বছর পর অতি বিরল যোগে আসন্ন এই শিবরাত্রি।

তবে এ বছর যেমন বিরল যোগে পড়েছে এই শিবরাত্রি ঠিক তেমনই শিবরাত্রির সঠিক দিন নিয়েও দেখা দিয়েছে এক তুমুল বিভ্রান্তি। কারণ কেউ বলছেন আগামী ২৬শে ফেব্রুয়ারি হতে চলেছে শিবরাত্রি আবার কারোর মুখে শোনা যাচ্ছে আগামী ২৭শে ফেব্রুয়ারি হবে এই শিবরাত্রি। কিন্তু সমস্ত জল্পনা কল্পনা কাটিয়ে ২০২৫ সালে সঠিক কবে এই শিবরাত্রি ব্রত? তাই হাতে সময় থাকতেই এক্ষুনি দেখে নিন।

Mahashivratri 2025

২০২৫ এর এই শিবরাত্রি তিথি নিয়ে এক বড়সড় অবজেক্ট।

ওম ত্র্যম্বকম যজামহে

        সুগন্ধিম পুষ্টি বর্ধনম 

        উর্ভারুকমিব বন্ধনম

         মৃত্যুর মুখ শিয়া মামৃতম! 

যার নেই কোনো আদি, নেই কোনো অন্ত তিনি হচ্ছেন স্বয়ং নীলকন্ঠ।

হিন্দুধর্মে একমাত্র দেবাদিদেব মহাদেব কীভাবে সৃষ্টি বা জন্ম তা এখনো রহস্যে। কারণ হিন্দু শাস্ত্র অনুসারে মনে করা হয় মহাদেবই হচ্ছেন পৃথিবীর প্রথম পুরুষ। যিনি কিনা কোনো বাবা মার মাহাত্ম্য সাহায্য ছাড়াই নিজে থেকে সৃষ্টি হয়েছেন।

তাই তাঁর জন্মেই পৃথিবীর জন্ম, তাঁর ধবংসেই পৃথিবীর ধবংস। আর সেই কারণে তাকে বলা হয় ধবংস কর্তা। জীবন আছে যতদিন বাবার ভক্ত ততদিন। কারণ হিন্দুধর্মে ইনি এমনই এক দেবতা যিনি তাঁর ভক্তের সামান্য বেলপাতা আর গঙ্গা জলেই সন্তুষ্ট আর তাই তাকে বলা হয় ভক্তের দুঃখ হরনকারী সর্বশক্তি প্রদানকারী ভগবান। তবে হিন্দুধর্মে শিবরাত্রি হচ্ছে এমন একটি ব্রত যে ব্রত পালনে ভক্তের সমস্ত মনোবাঞ্ছা পূরন করেন বাবা মহাদেব। তাই সবাই এই শিবরাত্রি দিনটির জন্য অপেক্ষা করে থাকলেও ২০২৫ সালে আসন্ন এই শিবরাত্রি তিথি ১০০ বছর পর এক মহা বিরল যোগে। আর শুধু তাই নয় কারণ এই শিবরাত্রির সঠিক দিন নিয়োগে শুরু হয়েছে তুমুল বিভ্রান্তি। কেউ বলছেন ২৬শে ফেব্রুয়ারি আবার কেউ বলছেন ২৭শে ফেব্রুয়ারি, তবে হিন্দু শাস্ত্র অনুসারে আসন্ন এই শিবরাত্রি পড়েছে ফাল্গুন মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথি অর্থাৎ আগামী ২৬শে ফেব্রুয়ারি। আর চতুর্দশী তিথি থাকতে চলেছে ২৭শে ফেব্রুয়ারি সকাল ৮টা বেজে ৫৪ মিনিটে। তবে মহা শিবরাত্রি নিশীথ কালে পুজোর সময় ২৬শে ফেব্রুয়ারি ১২টা বেজে ০৯মিনিট থেকে রাত ১২টা বেজে ৫৯ মিনিট পর্যন্ত। মহা শিবরাত্রি পালনের সময় ২৬শে ফেব্রুয়ারি সকাল ১১টা বেজে ৮ মিনিট থেকে ২৭শে ফেব্রুয়ারি সকাল ৮টা বেজে ৫৪ মিনিট পর্যন্ত। আর এই শিবরাত্রির ব্রত যেহেতু ৪ প্রহর ধরে মহাদেবের পুজো করা হয় সেহেতু প্রথম প্রহরের পুজো শুরু হবে সন্ধ্যা ৬টা বেজে ১৯ মিনিট আর রাত ৯টা বেজে ২৬ মিনিট পর্যন্ত। দ্বিতীয় প্রহরের সময় রাত ৯টা বেজে ২৬ মিনিট থেকে ১২টা বেজে ৩৪ মিনিট পর্যন্ত। তৃতীয় প্রহরের সময় ২৭শে ফেব্রুয়ারি রাত ১২টা বেজে ৩৪ মিনিট থেকে ভোর ৩টে বেজে ৪১ মিনিট পর্যন্ত। চতুর্থ প্রহরের সময় ভোর ৩টে বেজে ৪১ মিনিট থেকে সকাল ৬টা বেজে ৪৮ মিনিট পর্যন্ত।

Mahashivratri 2025

তবে এই শিবরাত্রির ব্রতকে নিয়ে অনেকে মনে করেন

সেইদিন নাকি বাবা মহাদেবের জন্ম হয়েছিল কিন্তু না এটা একেবারে ঠিক নয় কারণ ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষ চতুর্দশী তিথিতে ভগবান শিব এবং মাতা পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল।

Mahashivratri 2025

তাই সেইদিন যারা এই শিবরাত্রির ব্রত অত্যন্ত ভক্তি নিষ্ঠার সাথে পালন করেন তাদের রোগমুক্তি থেকে জীবনের সমস্ত বাধা বিঘ্ন, পাপ মোচন হয়। তাই আপনি কবে করবেন আসন্ন এই শিবরাত্রির ব্রত। জানান আমাদের কমেন্ট করে।

Leave a Comment