D-TAIL BARTA

Kalki 2898 AD’ বক্সঅফিস কালেকশন:- ১২ দিনেই 900 কোটির গণ্ডি পার 

Nag Ashwin পরিচালিত kalki 2898 AD সিনেমা প্রেমীদের মন জয় করেছে

যদিও ৮ ই জুলাই  সামান্য পত্তন ঘটেছিল বক্সঅফিস কালেকশন এ কিন্তু ১২ তম দিনে সেটি পার করে 900 কোটির গণ্ডি। টিম kalki তাদের স্বপ্নের মাইলস্টোন আর দিকে এগিয়ে যাচ্ছে যা আসা করা যাচ্ছে 1000 কটির গণ্ডি ।

900 কোটি বিশ্বব্যাপি বক্সঅফিস কালেকশন এর পর টিম kalki এর পক্ষ থেকে একটি বিশেষ পোস্টার পোষ্ট করে এবং লেখা হয়

Raging towards the magical milestone…#EpicBlockbusterKalki in cinemas (sic).”

প্রভাস, দীপিকা এবং অমিতাভ বচ্চন অভিনীত এই সিনেমা যদি এখনো অব্দি না দেখে থাকেন অবশ্যই দেখে আসুন।

Exit mobile version