Jall jeevan requirment 2024 : শুধুমাত্র মাধ্যমিক পাশের ওপর জল জীবন বিভাগে কর্মী নিয়োগ । আবেদন পদ্ধতি জেনে নিন

Jall jeevan requirment

:-  সকল চাকরিপ্রার্থীদের জন্য সুখবর । জল জীবন বিভাগ থেকে নিজ এলাকা তে স্থায়ী কর্মী নিয়োগ চলছে। তাই আর সময় নষ্ট না করে জেনে নিন কি ভাবে আবেদন করবেন ? কি কি যোগ্যতা লাগবে? বয়স সীমা ও বেতনসীমা? সব কিছুই জানবো আমরা আজকে এই প্রতিবেদনে

কি পদে কর্মী নিয়োগ করা নিয়োগ:-

জল জীবন দপ্তরের অধীনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জলের টাঙ্কিতে দেখাশোনা করা ক্ষেত্রে কর্মী নিয়োগ চলছে।

বেতন কত হবে :-

জল জীবন দপ্তরের প্রার্থীরা চাকরী পেলে প্রতিমাসে ৯,০০০/- টাকা করে পাবেন।

শিক্ষাগত যোগ্যতা ( Jall jeevan requirment ):-

আগ্রহ প্রার্থীদের জল জীবন দপ্তরের আবেদন করতে যে কোনো একটি প্রতিষ্ঠিত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে তবেই এই পদে আবেদন করতে পারবেন।

১. জল জীবন দপ্তরের  অফিসিয়াল ওয়েবসাইটে যান।

Official link :- https://ejalshakti.gov.in/JJM/jjm/public/frm_SelfRegistration.aspx

২.নিজের মোবাইল নাম্বার ও ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করুন।

৩. যাবতীয় তথ্য দিয়ে আবেদন ফর্ম পূরণ করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।

৪.আবেদন ফর্মটি সাবমিট করুন এবং আরো প্রয়োজনের জন্য একটি প্রিন্ট আউট বের করে নিন।

নিয়োগ বিজ্ঞপ্তি (Jal Jeeva mission requirment 2024 selection process)

জল জীবন দপ্তরের আবেদনকারী প্রার্থীদের বাছাই করন এর জন্য কোনো রকম লিখিত পরীক্ষা হবে না। প্রার্থীদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নির্বাচন করা হবে। তাই আর দেরি না করে অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে আবেদন করুন।

Leave a Comment