itemtype="https://schema.org/Blog" itemscope>

‘Holi 2025’ এবছর কবে পালিত হবে দোল? পূর্ণিমা তিথি শুরু কখন? ন্যাড়া পোড়ানোর শুভ সময় কখন? জানুন সে সকল সময়সূচী…

Holi 2025 এবছর কবে পালিত হবে দোল? পূর্ণিমা তিথি শুরু কখন? ন্যাড়া পোড়ানোর শুভ সময় কখন?

জানুন সে সকল সময়সূচী…

বসন্তের অন্যতম উৎসব দোল উৎসব। বাংলা পঞ্জিকা অনুসারে ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয় দোলযাত্রা। এইদিন দোল উৎসব পালিত হয় বলে ফাল্গুনী পূর্ণিমা তিথি দোলপূর্ণিমা নামে পরিচিত। হিন্দুধর্ম অনুসারে দোল বা হোলি শুধুই রঙের উৎসব নয়, এটি হল অশুভকে বিনাশ করে শুভ শক্তি জয়ের উদযাপনের উৎসব।

Holi 2025

“Holi 2025” হোলি যতটা ধর্মীয় ততটাই সাংস্কৃতিক ও সামাজিক উৎসব।

গোটা দেশে হোলি প্রচুর উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালিত হয়। এবছর কবে পালিত হবে এই প্রেম ও রঙের উৎসব?

১৪ই মার্চ পালিত হবে দোল উৎসব আর ফাল্গুন মাসের এই পূর্ণিমা তিথি শুরু হবে ১৩ই মার্চ সকাল ১০টা বেজে ৩৫ মিনিট থেকে যা শেষ হবে ১৪ই মার্চ দুপুর ১২টা বেজে ৩০ মিনিটে। অন্যদিকে ক্যালেন্ডার অনুসারে হোলিকা দহনের শুভ সময় ১৩ই মার্চ রাত ১১টা বেজে ২৬ মিনিট থেকে ১২টা বেজে ৩০ মিনিট পর্যন্ত।

Holi 2025

অর্থাৎ হোলিকা দহনের মোট সময় হবে ১ ঘন্টা ৪ মিনিট। গোটা উত্তর ভারত জুড়ে হোলিকা দহন উৎসব হয় মনের অন্ধকারকে দূরে সরিয়ে আলোর উজ্জ্বলতায় জীবনকে ভরিয়ে তোলার প্রতিশ্রুতির জন্য বিভিন্ন জায়গায় পালিত হয় এই উৎসব যা এই বছর পালন করা হবে আগামী ১৩ই মার্চ। প্রসঙ্গত হিন্দু পঞ্জিকা অনুসারে ১৪ই মার্চ তথা হোলির দিন পূর্ণ চন্দ্রগ্রহণ হতে চলেছে,যদিও এর সূতককাল ভারতে বৈধ নয়। কারণ ভারতীয় সময় অনুসারে সকাল ৯টা বেজে ২৭ মিনিটে উকুৎসাত চন্দ্রগ্রহণ শুরু হবে, আর আংশিক চন্দ্রগ্রহণ হবে সকাল ১০টা বেজে ৩৯ মিনিটে এবং পূর্ণ চন্দ্রগ্রহণ শেষ হবে সকাল ১১টা বেজে ৫৬ মিনিটে। এই সময় অনুসারে ভারতে দিনের বেলায় গ্রহণ ঘটবে যার কারণে বৈধ হবে না এবং সূতককালও বৈধ হবে না।

তবে হোলির দিনে আপনারা কিন্তু বেশ কিছু টোটকা মেনে চলতে পারেন।

 

হোলির দিন সন্ধ্যায় গরুর দুধের সঙ্গে জল মিশিয়ে তাতে সাদা ফুল যোগ করে চন্দ্র গ্রহণকে অর্পণ করতে পারেন, তাতে আপনার জীবন থেকে সমস্ত সমস্যা দূর হবে। এছাড়াও অনেকে বলে থাকে হোলি উৎসব পূর্ণিমা বা পূর্ণিমার চাঁদের সঙ্গে জড়িত। পূর্ণিমার সময় সংসারে ভালোবাসার অনুভূতি বুঝতে পারবেন। মায়ের সান্নিধ্য থাকলে অবসাদ, বিষন্নতা এবং সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। তাই হোলির দিন যে যার মায়ের কাছাকাছি থাকার চেষ্টা করুন।

 

Leave a Comment