Durga puja 2024 : এবছর সন্ধিপূজো কবে? কতক্ষনের মধ্যে সারতে হবে কুমারী পূজো? কিসে আগমন ও গমন করবেন দেবী দুর্গা? রইল পূজোর সম্পূর্ণ নির্ঘণ্ট।

Durga puja: এবছর সন্ধিপূজো কবে? কতক্ষনের মধ্যে সারতে হবে কুমারী পূজো? কিসে আগমন ও গমন করবেন দেবী দুর্গা? রইল পূজোর সম্পূর্ণ নির্ঘণ্ট।

Durga puja

গত বছর পুজো শুরু হয়েছিল দেরিতে কিন্তু এবছর মাসের শুরুতেই পড়েছে পুজো। চলতি বছর আগামী ২ অক্টোবর হল মহালয়া আর তারপরেই দেবীপক্ষের সূচনা। মহালয়ার পরের দিন অর্থাৎ ৩ অক্টোবর প্রতিপদ তিথি থেকে শারদীয়া নবরাত্রি পুজো শুরু করেন অবাঙালি সম্প্রদায়।

Durga puja

আগামী ১২ই অক্টোবর পর্যন্ত চলবে দুর্গা পূজো। উল্লেখ্যযোগ্য বিষয় হল এবছর নবমী ও দশমী একইদিনে। কবে পড়েছে পুজো?

১. দুর্গা পঞ্চমী পড়েছে ৮ই অক্টোবর, মঙ্গলবার। তিথি থাকবে সকাল ১১টা বেজে ১৬ মিনিট পর্যন্ত।

২. ৯ই অক্টোবর, বুধবার পড়েছে মহাষষ্ঠী।

৩. ১০ই অক্টোবর, বৃহস্পতিবার পড়েছে মহাসপ্তমী।

৪. দুর্গা অষ্টমী পড়েছে ১১ই অক্টোবর, শুক্রবার। মহাষ্টমীর পুজো শুরু হবে ভোর ৫টায়। কুমারী পূজো শুরু হবে সকাল ৫টা বেজে ৩০ মিনিটে। বিকেল ৪টা বেজে ১৪ মিনিট থেকে ৫টা বেজে ২ মিনিটের মধ্যে হবে সন্ধি পুজো।

Durgashtami Puja

৫. ১২ই অক্টোবর, শনিবার পড়েছে নবমী। ভোর ৫টা বেজে ৩ মিনিট থেকে মহানবমী শুরু হবে এবং হোম শুরু হবে সকাল ৯টা বেজে ৪৫ মিনিট থেকে। তিথি অনুযায়ী, সকাল ১১টা বেজে ৪২ মিনিট থেকে বেলা ১২টা বেজে ৫০ মিনিটের মধ্যে সারতে হবে সন্ধি পুজো। ওই একইদিনে পালিত হবে দশমী।

Bijoya Dashami

উল্লেখ্য সপ্তমী বৃহস্পতিবার পড়ায় দেবীর আগমন হবে পালকিতে, ফল বিভিন্নরকম গন্ডগোল, ঝামেলা হতে পারে এবং ঘটতে পারে বিশৃঙ্খলা। দেবীর গমন ঘটকে ফল সামাজিক, রাজনৈতিক ও সামরিক অস্থিরতা বাধতে পারে।

দুর্গা পুজোর পরই পালিত হয় কোজাগরী লক্ষী পুজো। এবছর আগামী ১৭ই অক্টোবর, বৃহস্পতিবার দেবীর আরাধনা করা হবে। এরপর কালীপূজোর আনন্দে সবাই মেতে উঠবে আগামী ৩১ই অক্টোবর। আর তারপর আগামী ৩রা নভেম্বর ভাইফোঁটা উৎসব রয়েছে। সবশেষে ফের পরের বছরের পুজোর দিন গুনতে হবে বাঙালিদের।

Leave a Comment