Diwali 2024 __কবে পড়েছে এবারের কালীপূজো-ধনতেরাস ও দীপাবলি! এবারের ভাইফোঁটার শুভ সময়টা দেখেছেন একবার!!
কেউ বলছেন ৩১শে অক্টোবর বৃহস্পতিবার আবার কেউ বলছেন ১লা নভেম্বর শুক্রবার, জানেন বেণীমাধব শিলের পঞ্জিকা অনুসারে ও তারাপীঠের তান্ত্রিকদের মত অনুযায়ী আসলেই কবে পালন করা উচিত ২০২৪ সালের দীপাবলি এবং কালীপূজো?
এবারের ভাইফোঁটার শুভ সময় কিন্তু পড়েছে একেবারে অসময়ে। এবারের ধনতেরাস এবং ভাইফোঁটার শুভ সময় কখন?
ধনতেরাসের এই শুভ সময় অবশ্যই কিনুন ঝাঁটা বা যে কোনো শুভ জিনিস, তবেই পাবেন দারুণ শুভ ফল। অমাবস্যাই বা কখন লাগছে ও কখন ছাড়ছে এবারের কালীপূজোর দিন? ১৪ শাক ও ১৪ প্রদীপ এই নিয়ম কবে পড়েছে বা কবে পালন করা উচিত?
কালীপূজোর দিন এই শুভ সময়ের মধ্যে যে কোনো মা কালীর মন্দিরে গিয়ে ১০৮টি জবা ফুলের মালা নিবেদন করলে পাবেন মায়ের বিশেষ আশীর্বাদ।
দূর্গাপুজোর পর হিন্দু বাঙালির সবচেয়ে বড়ো উৎসব হল কালীপূজো। প্রতি বছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে পুজোর আয়োজন করা হয়। এছাড়াও এই মাসে রয়েছে ধনতেরাস, ভূত চতুর্দশী, আলোর উৎসব দীপাবলি এবং ভাইফোঁটা। পূর্ববর্তী সময়ে শুধু অবাঙালিদের মধ্যেই ধনতেরাসের জনপ্রিয়তা থাকলেও আজকাল বাঙালিরাও সমান ভাবে এই তিথি পালন করে থাকেন। অন্যদিকে ভূত চতুর্দশী, দীপাবলি কিংবা ভাইফোঁটা হল বাঙালির আরেক প্রানের উৎসব।
জানেন বছরে কবে পড়েছে এই প্রত্যেকটি উৎসবের তিথি? শুভ মুহূর্তই বা কতক্ষণ থাকছে…….. দেখে নিন এক নজরে।
১) ধনতেরাস:- প্রথমেই আমরা জেনে নেই যে এবছর কবে পড়েছে ২০২৪ সালের ধনতেরাস তিথি। হিন্দু ধর্মের মানুষদের কাছে একটি জনপ্রিয় উৎসব হল ধনতেরাস। ভারতের ৫ দিন ব্যাপী দীপাবলির সূচনা হয় এইদিন থেকেই। কথিত রয়েছে ধনতেরাসের দিন কিছু বিশেষ জিনিস কেনাকাটা করলে তার ১৩ গুন ফল লাভ করা যায়। চলতি বছর ধনতেরাসে তিথি পড়েছে ২৯শে অক্টোবর। এদিন সকাল ১০টা বেজে ৩১ মিনিটে তিথি শুরু হবে যা শেষ হবে ৩০শে অক্টোবর দুপুর ১টা বেজে ১৫ মিনিটে। যদি কিছু বিশেষ কেনাকাটা করতে চান সেক্ষেত্রে শুভ মুহূর্ত হল ২৯শে অক্টোবর সকাল ১০টা বেজে ৩১ মিনিট থেকে পরের দিন সকাল ৬টা বেজে ৩২ মিনিট পর্যন্ত।
২) ভূত চতুর্দশী:- ১৪ প্রদীপ ও ১৪ শাক এই নিয়ম কবে পালিত হবে? ধনতেরাসের পরের দিন অর্থাৎ ৩০শে অক্টোবর পালিত হবে ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী। বাঙালিদের মধ্যে এইদিন ১৪ শাক খাওয়া এবং ১৪ প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে। নরক চতুর্দশী তিথিতে সারা শরীরে উবটান(Ubtan) লাগিয়ে স্নান করা হয়, একে অভ্যঙ্গ স্নানও বলা হয়ে থাকে। এ বছর অভ্যঙ্গ স্নানের সময় ৩০ অক্টোবর সকাল ৫টা বেজে ২৮ মিনিট থেকে ৬টা বেজে ৪১ মিনিট পর্যন্ত।
৩) দীপাবলি:- কখন শুরু হচ্ছে দীপাবলি এবং কালীপূজোর তিথি? এবছর দীপাবলি এবং কালীপূজো উভয়ই পড়েছে ৩১শে অক্টোবর। সেদিন দুপুর ৩টা বেজে ৭ মিনিট ৪২ সেকেন্ড থেকে ১লা নভেম্বর সন্ধ্যা ৫টা ৮ মিনিট ৭ সেকেন্ড পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে। কালীপূজোর শুভ মুহূর্ত ৩১শে অক্টোবর রাত ১১টা ৪৮ মিনিট থেকে পরের দিন ১লা নভেম্বর দুপুর ১২টা ৪৮ মিনিট পর্যন্ত। প্রসঙ্গত দীপাবলির দিন অনেক বাঙালি বাড়িতে দীপান্বিতা লক্ষ্মী পুজোর আয়োজন করা হয়ে থাকে। অমাবস্যা তিথি অনুযায়ী লক্ষ্মী পূজোর সময় নির্ধারণ করা হয়ে থাকে। পঞ্জিকা অনুযায়ী এবছর দীপান্বিতা লক্ষ্মী পুজোর শুভ সময় হল ১লা নভেম্বর বিকেল ৫টা বেজে ৪৪ মিনিট থেকে রাত ৮টা বেজে ১৯ মিনিট পর্যন্ত।
৪) ভাইফোঁটা:- দীপাবলি এবং কালীপূজোর শেষে রয়েছে ভাইফোঁটা। কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে বাঙালির ঘরে ঘরে অনুষ্ঠিত হয় ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা। ভ্রাতৃদ্বিতীয়া উৎসবকে আবার যম দ্বিতীয়াও বলা হয়। কথিত আছে এইদিন মৃত্যুর দেবতা যম তার বোন যমুনার হাতে ফোঁটা নিয়েছিলেন। চলতি বছর ভাইফোঁটা পড়েছে ৩রা নভেম্বর তথা বাংলার ১৭ই কার্তিক রবিবার।
২রা নভেম্বর সন্ধ্যা ৬টা বেজে ৫৩ মিনিটে শুরু হচ্ছে দ্বিতীয়া তিথি যা শেষ হবে পরের দিন রাত্রি ৮টা বেজে ১৫ মিনিটে।