itemtype="https://schema.org/Blog" itemscope>

“Digha jagannath Temple” দীঘার জগন্নাথ মন্দির নিয়ে বড় ঘোষনা রাজ্যের মুখ্যমন্ত্রীর।

“Digha jagannath Temple”কবে দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন ? এবার নিজের মুখেই দিনক্ষণ জানিয়ে দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

বাণিজ্যিক সম্মেলনে দাড়িয়ে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর। বিস্তারিত জেনে নিন..

Digha Jagannath Temple

পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হচ্ছে দীঘায় জগন্নাথ মন্দির। এই মন্দির নির্মাণ এর কাজ প্রায় শেষ এর পথে। দিঘা স্টেশন থেকে জগন্নাথ মন্দিরের চূড়া দৃশ্যমান। কিন্তু কবে এই মন্দির উদ্বোধন হতে চলেছে সেটা নিয়ে কৌতুহল স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে রাজ্যবাসীর। এতদিন মন্দির উদ্বোধন নিয়ে নানান তারিখ সামনে এসেছে এবার নিজের মুখেই দিনক্ষণ চূড়ান্ত করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। বাণিজ্যিক সম্মেলনে দাড়িয়ে ঘোষণা করলেন মন্দির উদ্বোধনের সঠিক তারিখ, তার এই ঘোষণার খুশি স্থানীয় বাসিন্দারা।

Digha Jagannath Temple

বাঙালির কাছে পুরীর মাহাত্ম্য আলাদা

কারণ পুরী গেলে জগন্নাথ দেব ও সমুদ্রের দর্শন দুটিই হয়। শুধু বাঙালি নয় পুরীর জগন্নাথ দেব এর টানে দেশ বিদেশ থেকে পর্যটক এর ভির জমে ওড়িশার এই সৈকত নগরীতে। বাংলার সৈকত নগরীতে অর্থাৎ দিঘাতে সমুদ্র আছে কিন্তু জগন্নাথ দেবের দর্শন হয়না। সেই কথা মাথায় রেখে পর্যটকদের সুবিদার্থে দীঘায় জগন্নাথ মন্দির তৈরীর সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতে ২০ একর জমির ওপর তৈরি হচ্ছে এই মন্দির প্রায় ২৫০ কোটি টাকা খরচ করছে রাজ্য সরকার এবং আগামী আরও কিছু বছর মন্দিরের সমস্ত খরচ বহন করবে রাজ্য সরকার। জগন্নাথ মন্দিরে আলাদা ভাবে তৈরি হচ্ছে ভোগঘর, স্টোররুম, বিশ্রাম নেওয়ার জায়গা, গেস্ট রুম। পুজো দেওয়ার সামগ্রী বিক্রির জন্য আলাদা জায়গা থাকবে এবং সেখানে স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের তৈরি জিনিসপত্র বিক্রির ব্যবস্থা করা হবে। পুরীর খাজার মতো মিলবে বাংলার ক্ষীরের গজা, গুজিয়া, প্যরা এগুলোর জন্য আলাদা আলাদা ঘর তৈরি হচ্ছে।

Digha jagannath Temple

আর মাত্র ২মাস পর উদ্বোধন হতে চলেছে দীঘায় এই জগন্নাথ দেব এর মন্দির। ইতিমধ্যেই মারবেল এর মূর্তি চলে এসেছে মন্দিরে ও নিমকাঠের মূর্তির কাজ চলছে। নিমকাঠ এর তৈরি জগন্নাথ, বলরাম ও শুভদ্রার মূর্তি পূজিত হবে এই মন্দিরে। এছাড়াও তেরি হবে দেবী লক্মীর মন্দির ও তেরি হবে চৈতন্যদার সেখানে থাকবে চৈতন্যদেবের মূর্তি এবং এটাই হবে এই মন্দিরের মুল দ্বার নাম হবে চৈতন্যদার জগন্নাথধাম। পুরীর মত ধজ্জা তোলার ব্যবস্থা থাকবে, এই নিয়ে পুরীর সদস্যদের সাথেও কথা বলা হয়েছে। সেখানে মন্দিরে ধজ্জা তুলতে পারে এমন কয়েকজনকে এই মন্দিরে পাঠানোর জন্য অনুমোদন জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পুরীর জগন্নাথ মন্দিরে রথযাত্রা যেমন বিশ্বপরিচিত তেমনি দীঘার জগন্নাথ মন্দিরেও এই বছর থেকে শুরু হবে রথযাত্রা।

Digha jagannath Temple

পুরীর রীতি মেনে দীঘার রথ মন্দিরের আগে সোনার ঝাড়ু দেওয়া হবে। সেই ঝাড়ু তৈরীর জন্য নিজের একাউন্ট থেকে ৫ লক্ষ টাকা অনুমোদন করবেন বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হতে চলেছে আগামী ২৯ এপ্রিল, বিশ্ববাণিজ্য সম্মেলন এই দাড়িয়ে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি রাজ্যসহ গোটা বিশ্ববাসীকে এই আনন্দে সামিল হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে। এরফলে বাংলার পর্যটন শিল্পের আরও উন্নতি ঘটবে বলে মনে করা হচ্ছে। তাই মুখ্যমন্ত্রীর এই ঘোষনায় খুশি পুরো রাজ্যবাসী।

Leave a Comment