Modi Putin dinner’ যুদ্ধক্ষেত্রে কোনো সমস্যার সমাধান মিলবে না’  পুতিন কে সুপরামর্শ মোদীর 

দীর্ঘদিন ধরে চলছে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ। বিশেষ সূত্রে জানা গেছে যে এই যুদ্ধ ইতি করার সুপরামর্শ দিয়েছেন মোদি।

Modi and putin

রাশিয়া প্রধানমন্ত্রী ভ্রাদিমির পুতিন নিজের বাড়িতে আহারের ব্যবস্থা করেছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য, সেখানে গিয়েই সুপরামর্শ দিয়ে আসেন রুশ প্রেসিডেন্টকে। সূত্রের খবর আহারের টেবিলেই দুই রাষ্ট্রপ্রধানদের মধ্যে যুদ্ধ নেয়া কথা হয় এবং সেখানেই যুদ্ধ ইতি করার সুপরামর্শ দিয়েছেন তিনি।

গত ২ বছর ধরে চলছে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ সথে সঙ্গ মিলিয়েছে বহুদেশ।

সংবাদসংস্থা এনডি টিভি একটি প্রতিবেদন এ জানিয়েছে যে পুতিন কে মোদি একান্তে এই যুদ্ধে ইতি টানার জন্য বুঝিয়েছেন এবং পরামর্শ দিয়েছেন আলোচনা ও কূটনীতি এই বিষয়ে সাফল্য আনতে পারে।

আরও দেখুন