“Budget 2025” প্রায় ১কোটি কর্মীদের জন্য লাভের বাজেট। সমস্ত ডেলিভারী বয়দের জন্য খুশির খবর।
একাধিক ক্ষেত্রে ক্ষেত্রে বড় ঘোষণা করলো মোদি সরকার।
পেশ হলো কেন্দ্রীয় বাজেট, ১ফেব্রুয়ারি বেলা ১১টায় অষ্টম কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দ্বারা যেখানে আয়কর ছাড় নিয়ে কিছুটা স্বস্তিতে মধ্যবিত্ত শ্রেণীর সম্প্রদায়।
এবারের বাজেটে গ্রীক ওয়ার্কার্সদের অর্থাৎ গিগ ওয়ার্কার্স অর্থাত্ ফ্রিল্যান্সার, অনলাইন পোর্টালে কাজ করেন যেসব কর্মী, ডেলিভারি বয়, ওলা-উবের ড্রাইভারদের জন্য বড় সুখবর।
কেন্দ্রীয় বাজেট ২০২৫-২৬ উপস্থাপন করে সীতারামণ বলেছেন যে শহুরে শ্রমিকদের সামাজিক-অর্থনৈতিক উন্নতির উদ্দেশ্যে এই পরিকল্পনা কার্যকর করা হবে।মোদি সরকার ১ কোটি গিগ ওয়ার্কার্সকে পরিচয়পত্র প্রদান করবে এবং ই-শ্রম পোর্টালে নিবন্ধন করা হবে তাদের নাম।মোদি সরকারের এই সিদ্ধান্তে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের, Amazon, Flipkart, Zomato, Swiggy এর মতো ই-কমার্স কোম্পানিতে পার্ট টাইম কাজ করা ডেলিভারি বয় এবং Ola-Uber এর ড্রাইভারদের বড় সুবিধা হবে।
অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ বলেছেন যে মোদি সরকার এখন গিগ ওয়ার্কার্সকে পরিচয়পত্র দেবে।
গিগ ওয়ার্কার্সকেও সামাজিক সুরক্ষা পরিকল্পনার অধীনে স্বাস্থ্য সেবা প্রদান করা হবে।এই প্রথমবার বাজেটে গিগ ওয়ার্কাসদের এত বড় ঘোষণা করল মোদি সরকার।অর্থমন্ত্রীর ঘোষণা, ‘অনলাইন প্ল্যাটফর্মে গিগ ওয়ার্কার্সদের পরিষেবা অর্থনীতিতে গতিশীলতা নিয়ে আসে। তাদের অবদানকে স্বীকার করে আমাদের সরকার ই-শ্রম পোর্টালে তাদের পরিচয়পত্র এবং নিবন্ধনের সুবিধা প্রদান করবে। নির্মলা সীতারমণ আরও জানালেন, ‘‘গিগ শ্রমিকদের প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (PM-JAY) এর অধীনে স্বাস্থ্য সেবাও প্রদান করা হবে। এতে প্রায় ১ কোটি শ্রমিকের সুবিধা হবে।
অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেন যেসব ব্যক্তি, ডেলিভারি বয়, ক্যাব চালক, সেন্টারে কাজ করেন যেসব ব্যক্তি-সহ প্রচুর কর্মী এই সুবিধার আওতায় আসবেন। অনেকদিন ধরেই ভাবনায় ছিল অর্থমন্ত্রক। গত বছরই শ্রম মন্ত্রণালয় একটি খসড়া তৈরি করে ফাইন্যান্সিয়াল অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছিলেন। গিগ এবং প্ল্যাটফর্ম লেবার অ্যাক্ট আসার পরে অনেক ধরণের সুবিধা পাবেন শ্রমিকরা। কর্মক্ষেত্রে নিরাপত্তা, দুর্ঘটনায় বীমার সুবিধা পাওয়া যাবে। কাজের সময়সীমাও নির্ধারিত হবে।
(বি: দ্র:- এই প্রতিবেদনটি শুধুমাত্র আপনাদের কাছে সাধারণ তথ্যটি তুলে ধরার জন্য। আরও বিস্তারিত জানতে বিশেষজ্ঞদের পরামর্শ নিন)