“Bank Rules” ব্যাংকে আপনার টাকা কতটা নিরাপদ? ব্যাংকে ডাকাতি হলে আপনার জমানো টাকার কি হবে, জানেন?
কেই বা ফেরত দেবে সেই টাকা ? আর ফেরত পেলেও কত টাকা অব্দি ফেরত পাবেন? জানুন…
জীবনে কোনোনা কোনো সময় মানুষকে জরুরি পরিস্থিতির মুখোমুখি হতে হয়। সেটা স্বাস্থ্য ক্ষেত্র হোক বা অন্য কোনো পরিস্থিতি হতে পারে। এই পরিস্থিতি থেকে উদ্ধার করতে সাহায্য করে সঞ্চয়। ভবিষ্যতকে সুরক্ষিত রাখতে সঞ্চয় এর বিকল্প নেই। অর্থনৈতিক বিশেষজ্ঞরা সবসময় সঞ্চয় গড়ে তোলার পরামর্শ দেন। আজকাল আমাদের প্রত্যেকেরই ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে যাতে কম বেশি টাকা জমা রাখে সকলেই, আজকাল বেশির ভাগ চাকরিজীবীদের বেতন সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট-এ স্থানান্তরিত হয়। আবার সরকারি যেকোনো ভাতার টাকা সরাসরি ব্যাংক একাউন্টে ঢোকে। ফলে আজকাল প্রত্যেক ব্যক্তির নূন্যতম একটি করে ব্যাংক একাউন্ট আছে। কিন্তু কখনও ভেবে দেখেছেন কি আপনার সারাজীবনের পুঁজি যে ব্যাংক এ আছে সেই ব্যাংক যদি ডাকাতি হয়ে যায় বা দেউলিয়া হয়ে যায়। তাহলে আপনার টাকার কি হবে? কেই বা ফেরত দেবে সেই টাকা? আর যদিও পান সেটা কতটা পরিমাণ পাবেন?
“Bank Rules” ব্যাংক ও টাকা রাখা মানে কি নিশ্চিন্তে থাকা ?
তা কিন্তু না। যদি কোনো ব্যাংক দাউলিয়া হয়ে যায় বা RBI থেকে তার লাইসেন্স বাতিল করে দেয় তাহলে কি হবে আপনার অ্যাকাউন্টএ চলুন জেনে নেওয়া যাক।
এক্ষেত্রে জানিয়ে রাখা ভালো রিজার্ভ ব্যাংকের একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেই নিয়ম অনুযায়ী ফিক্সড ডিপোজিট, সেভিং বা রেকর্ডিং হোক গ্রাহকরা যেই স্কিমে টাকা রাখুক। সেই ব্যাংক দেউলিয়া হয়ে গেলে বা বন্ধ হয়ে গেলে বা কোনো কারনে RBI তার লাইসেন্স বাতিল করলে গ্রাহকরা তাদের সঞ্চিত অর্থ বা আমানতের ইন্সুরেন্স মানি ফেরত পাবেন। সব রাষ্ট্রোঅত্ত ব্যাংক, বেসরকারি ব্যাংক বা কো অপারেটিভ ব্যাংক এই চুক্তির আওতায় রয়েছে। ইন্সুরেন্স এর জন্য গ্রাহককে আলাদা করে DICGC কি আলাদা করে প্রিমিয়াম দিতে হবে না। প্রত্যেকটি ব্যাংক সেই তার গ্রাহকের হয়ে সেই প্রিমিয়াম ভরবে। ১৯৬১ সালে ডিপোজিট ইন্সুরেন্স ও ক্রেডিট গ্যারেন্টি আইনে ১৬ নং ধারা অনুযায়ী এই রকম কোনো দুর্ঘটনায় একটি ব্যাংক কমপক্ষে ৫লক্ষ টাকা তার উপভক্তাকে ফেরত দিতেই হবে। অর্থাৎ আপনি যদি ব্যাংকে ৬লক্ষ টাকা রাখেন ব্যাংকে ডাকাতির মতো সমস্যা দেখা দিলে সেক্ষেত্রে ৫লক্ষ টাকা অব্দি ফেরত পাবেন আপনি। টাকা জমার অংক টা যতই হোক না কেন,৫লক্ষ টাকার বেশি আপনি কখনোই পাবেন না।
তাই একসঙ্গে একটি ব্যাংকে অনেক টাকা না রেখে একাধিক ব্যাংকে টাকা রাখার চেষ্টা করুন।**তবে টাকা জমা রাখার ক্ষেত্রে সরকারি ব্যাংক ও বড় বেসরকারি ব্যাংক বেছে নিন।