itemtype="https://schema.org/Blog" itemscope>

“Alert” সহজে কাজ মেটাতে ল্যাপটপ বা কম্পিউটার থেকে ফোনে চার্জ দিচ্ছেন? সাবধান!

“Alert” সহজে কাজ মেটাতে ল্যাপটপ বা কম্পিউটার থেকে ফোনে চার্জ দিচ্ছেন? জানেন, আপনার এই অভ্যাস ঠিক নাকি ভুল? সাবধান!

এতে আয়ু কমছে মোবাইল ফোনের। আর কি ক্ষতি হয় এমনটা করলে? শুনুন………..

দৈনন্দিন জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ হল স্মার্ট ফোন। যেটি কিনা আত্মীয়স্বজনদের খোঁজ নেওয়া থেকে শুরু করে খাবার অর্ডার সব কাজে অত্যন্ত জরুরি। আর তাই স্মার্ট ফোনে চার্জ থাকা খুবই দরকার, কিন্তু সব জায়গায় তো চার্জার নিয়ে যাওয়া সম্ভব হয় না। সেক্ষেত্রে অনেকেই চার্জ শেষ হয়ে গেলে কম্পিউটার বা ল্যাপটপের USB পোর্ট ব্যবহার করে ফোন চার্জ করে থাকেন। তবে ভেবে দেখেছেন নিয়মিত এইভাবে চার্জ করা কতটা নিরাপদ।

Alert

“Alert” আদৌ কি ল্যাপটপ বা কম্পিউটার থেকে ফোন চার্জ করা ঠিক?

১) ফোন অতিরিক্ত গরম হতে পারে – আসল চার্জারের তুলনায় ল্যাপটপের USB পোর্ট থেকে চার্জ করলে ফোন দ্রুত গরম হয়ে ব্যাটারির ক্ষতিগ্রস্ত হতে পারে।

২) চার্জিং স্পিড কমে যায় – ল্যাপটপের USB পোর্টের পাওয়ার আউটপুট কম হ হওয়ায় সহজেই ফোন চার্জ হতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগে।

Alert

৩) বিস্ফোরণের ঝুঁকি – অনিয়মিত ভোল্টেজ ফ্লাকচুয়েশন হলে ফোনের ব্যাটারিতে সমস্যা তৈরি হয়ে বিস্ফোরণের আশঙ্কা দেখা দিতে পারে।

৪) ব্যাটারির স্থায়িত্ব কমে যেতে পারে – দীর্ঘদিন ধরে যদি আপনি ল্যাপটপ থেকে ফোন চার্জ করেন তাহলে ব্যাটারির কার্যক্ষমতা ধীরে ধীরে কমতে পারে।

Alert

মনে রাখবেন যদি খুব প্রয়োজন পড়ে তবেই ল্যাপটপ থেকে ফোন চার্জ করা উচিত। অর্থাৎ শুধুমাত্র জরুরি অবস্থাতেই এমনটা করা যেতে পারে নয়তো সবথেকে ভালো আসল চার্জারই ব্যবহার করা। এমনকি ব্যাটারি দীর্ঘস্থায়ী রাখতে ফোন অবিশ্বাস্যকর গরম হয়ে গেলে চার্জিং বন্ধ করে দেওয়া ভালো। তাছাড়া নিয়মিত ল্যাপটপ বা কম্পিউটার থেকে ফোন চার্জ দেওয়া মোটেই উচিত নয়, এটি ফোনের ব্যাটারির স্থায়িত্ব এবং নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে।

1 thought on ““Alert” সহজে কাজ মেটাতে ল্যাপটপ বা কম্পিউটার থেকে ফোনে চার্জ দিচ্ছেন? সাবধান!”

Leave a Comment