itemtype="https://schema.org/Blog" itemscope>

“Tulsi Tree” বাড়িতে তুলসী গাছ থাকলে ভুলেও করবেন না এই কাজ।

“Tulsi tree” বাড়িতে তুলসী গাছ থাকলে ভুলেও করবেন না এই কাজ। চরম অবনতি নেমে আসতে পারে আপনার সংসারে!

কি করতে নেই বাড়িতে তুলসী গাছ থাকলে ? এখনই জেনে নিন..

সনাতন ধর্মে তুলসী গাছকে অত্যন্ত শুভ ও পবিত্র একটি গাছ হিসেবে গণ্য করা হয়। মনে করা হয় এই গাছে স্বয়ং মা লক্ষীর বাস। বস্তুশাস্ত্র মতে যে বাড়িতে সবুজ তুলসির গাছ থাকে সেই বাড়িতে সুখ ও সমৃদ্ধির অভাব হয়না। কিন্তু তুলসী গাছ শুকিয়ে যাওয়া অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এটি বাড়িতে আসন্ন বিপদের ইঙ্গিত দেয়।

তাই বাড়িতে তুলসী গাছ রাখলে কয়েকটি বিষয় খেয়াল রাখা অত্যন্ত জরুরী।

পৌরাণিক কাহিনী অনুযায়ী তুলসীকে শুধুমাত্র একটি উদ্ভিদ নয় বরং একে জীবন্ত দেবী হিসেবে মানা হয়। তাই রবিবার,মঙ্গলবার ও একাদশীতে জল দেওয়া উচিত নয় কারন এই দিনগুলোতে তুলসী দেবীর উপবাস করা হয়। তাই এইদিন গুলোতে তুলসী দেবী কে জল প্রদান করা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। সূর্যাস্তের পর তুলসী পাতা তোলা একদম উচিত নয়, যদি একান্তই প্রয়োজন হয় তাহলে তিনবার হাততালি দিয়ে তুলসী মায়ের কাছে প্রার্থনা করে তুলসী পাতা তুলতে হবে। মানে তুলসী মায়ের কাছে অনুমতি নিয়ে তারপর তুলতে হবে।

Tulsi tree

যারা একাদশীতে উপবাস করে তাদের একাদশী ও দ্বাদশী তিথিতে তুলসী পাতা ছেড়া উচিত নয়।

এর পিছনে পৌরাণিক রহস্য হলো একাদশী উপবাসে ভগবান বিষ্ণুর উপবাস করা হয় আর ভগবান বিষ্ণুর সাথে তুলসী মাতার বিয়ে হয়েছিল তাই একাদশী ও দ্বাদশীতে করা উপবাসে সময় তুলসী পাতা তোলা উচিত নয়। প্রতিদিন সন্ধ্যায় তুলসী মাতার সামনে প্রদীপ জ্বালানো উচিত। এছাড়াও তুলসির চারপাশে পরিষ্কার পরিচছন্নতা বজায় রাখতে হবে। পরিচ্ছন্নতার অভাবে আপনার পরিবারে সাংসারিক ঝামেলা হতে পারে। এছাড়া তুলসী গাছের সাথে একই পাত্রে অন্য কোনো গাছ লাগানো উচিত নয়। বাড়ির ফুলের গাছ তুলসী গাছের কাছে রাখার চেষ্টা করুন আর মাথায় রাখতে হবে তুলসী গাছের পাত্রে কোনরকম আগাছা না জন্মায়। তুলসী ডাল ভেঙে কখনও ভগবানকে অর্পণ করা উচিত নয়। মন্ত্র দিয়ে একটি একটি করে তুলসী পাতা তুলে সেটি ভগবান বিষ্ণুকে অর্পণ করলে ভগবান বিষ্ণুর আশির্বাদ পাওয়া যায়।

Tulsi tree

( বি দ্রঃ:-এখানে আলোচিত বিষয় গুলো সম্পূর্ণ ধর্মীয় ও জ্যোতিষশাস্ত্রের ওপর ভিত্তি করে লেখা আরও বিস্তারিত জানতে বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন।)

Leave a Comment