অবশেষে লঞ্চ হল Royal Enfield Guerrilla 450 আকর্ষণীয় দামে। Enfield লাভারদের জন্য সুখবর 

অবশেষে লঞ্চ হল Royal Enfield Guerrilla 450 দীর্ঘ প্রতীক্ষার পর বাজারে এল এই বাইক। দামেও বড়ো চমক দিয়েছে  কোম্পানি, রয়েছে দুর্দান্ত সব ফ্রিচার্স রয়েছে মর্ডান রেট্রো ডিজাইন ১৮৫ কেজি ওজনের এই বাইকে।

অনেকদিন ধরেই বাইকটি নিয়ে চাপা গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে বাইকের উপর থেকে পর্দা সরাল রয়্যাল এনফিল্ড। ৪৫০ সিসি দুর্দান্ত শক্তিশালী ইঞ্জিন এর সাথে রয়েছে গুগলের ম্যাপ ও ব্লুটুথ ফিচার্স , রয়্যাল এনফিল্ড এর অফিসিয়াল সাইট এ এই বাইকের যাবতীয় তথ্য প্রকাশ করেছে।

এই মোটরসাইকেল তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে – ফ্ল্যাশ, ড্যাস এবং অ্যানালগ। ফ্ল্যাশ ভ্যারিয়েন্টে পাবেন ব্রাভা ব্লু এবং ইয়েলো রিবন পেইন্ট, ড্যাস ভ্যারিয়েন্টে গোল্ড ডিপ এবং প্লায়া ব্ল্যাক পেইন্ট, অ্যানালগ ভ্যারিয়েন্টে স্মোক এবং প্লায়া ব্ল্যাক পেইন্ট।

রয়্যাল এনফিল্ড গেরিলার দাম

ভারতে রয়্যাল এনফিল্ড গেরিলার দাম রাখা হয়েছে 2.39 লাখ টাকা (এক্স-শোরুম)। দামের নিরিখে বেশ চমক দিয়েছে এই সংস্থা। কারণ এই দামেই আগের বছর বাজারএ এসেছিল ট্রায়াম্ফ স্পিড 400। যা গেরিলার সবথেকে বড় প্রতিপক্ষ বলে মনে করা হচ্ছে। বাইকটির দাম রয়্যাল এনফিল্ড হিমালয়ানের থেকেও কম। তবে এক্ষেত্রে জানিয়ে রাখা ভালো, এটি আনুমানিক দাম। এরপর দাম বাড়তে পারে। 

Royal Enfield Guerrilla 450 ইঞ্জিন ও ফিচার্স

বাইকে ইঞ্জিন রয়েছে 452 সিসি সিঙ্গেল সিলিন্ডার পেট্রল ইঞ্জিন, যা সর্বোচ্চ 39.50 হর্সপাওয়ার এবং 40 এনএম টর্ক তৈরি করতে পারে। সঙ্গে মিলবে 6 স্পিড গিয়ারবক্স। ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি রয়েছে 11 লিটার। হার্ডওয়্যার ফিচার্সের ক্ষেত্রে পাবেন টেলিস্কপিক ফর্ক/ মনোশক সাসপেনশন এবং দু চাকাতেই ডিস্ক ব্রেক। উন্নত ব্রেকিংয়ের জন্য রয়েছে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (ABS)। বাইকে মিলবে Ceat Gripp XL টায়ার।

মোটরবাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স 169 মিলিমিটার এবং কার্ব ওয়েট 185 কেজি। ফিচার্সের ক্ষেত্রে পাবেন LED লাইটিং, TFT ডিসপ্লে, ব্লুটুথ কানেক্টিভিটি, গুগল ম্যাপস এবং রাইডিং মোড। এইসব ফিচার্স বাইকের টপ মডেলে পাবেন। বেস মডেলে রয়েছে অ্যানালগ-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং ট্রিপার নেভিগেশন।

ভ্যারিয়েন্ট অনুযায়ী বাইকের দাম –

 

রয়্যাল এনফিল্ড গেরিলা অ্যানালগ ভ্যারিয়েন্ট – 2.39 লাখ টাকা (আনুমানিক)

রয়্যাল এনফিল্ড গেরিলা ড্যাস ভ্যারিয়েন্ট – 2.49 লাখ টাকা (আনুমানিক)

রয়্যাল এনফিল্ড ফ্ল্যাশ ভ্যারিয়েন্ট – 2.54 লাখ টাকা (আনুমানিক)

 

সব মূল্য এক্স-শোরুম। বাইকের বুকিং বা ডেলিভারি কবে থেকে শুরু হবে তা এখনও জানা যায়নি।

Leave a Comment