Iniquity of plastic bottle সবসময় প্লাস্টিকের বোতলে জল পান করেন ? সাবধান! এই জল আপনার জন্য ক্ষতিকর হয়ে উঠছে নাতো?
কি হয় প্লাস্টিক বোতলে জল পান করলে? জানুন কি বলছে গবেষনা।
শরীরের সবচেয়ে প্রয়োজনীয় উপাদান হল জল। কিন্তু কিছু ভুলের কারণে এই জল হয়ে উঠতে পারে বিষ। আসলে আজকাল পিপাসা পেলে গ্লাসে জল খাওয়ার চল একেবারেই উঠে গেছে, বদলে সকলেরই হাতের কাছে একটি বোতল রেখে দেয় যার অধিকাংশ হয় প্লাস্টিকের। গবেষনা বলছে এই অভ্যাসের ফলে মানব দেহে মারাত্বক প্রভাব পড়ছে। অর্থাৎ প্লাস্টিক বোতলে জল পান করা সাময়িকভাবে সুবিধাজনক হলেও এটি দীর্ঘস্থায়ী শারীরিক সমস্যা সৃষ্টি করে।
গবেষনা অনুযায়ী একটি সাধারণ ১ লিটার প্লাস্টিক জলের বোতলে গড়ে প্রায় ২,৪০,০০০ টি প্লাস্টিকের টুকরো থাকে।
এই গবেষণায় গবেষকরা ন্যানো প্লাস্টিক এর ওপর দৃষ্টি নিমন্ধন করেছেন। যেগুলো মাইক্রো প্লাস্টিকের থেকে ছোট কোনা এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি দল পরিশোধিত প্রযুক্তি ব্যবহার করে বোতলজাত জলে মাইক্রোস্কোপিক কোনা গুলির গণনা ও সনাক্তকরণ করেছে। জানলে অবাক হবেন প্লাস্টিকের এই ছোট কোনা গুলি আপনার শরীরে মারাত্মক ক্ষতি করছে। তবে মাইক্রো প্লাস্টিকের তুলনায় ন্যানো প্লাস্টিক স্বাস্থ্যের জন্য একটি বড় ঝুঁকির কারন। এগুলি কোষ ও রক্তে প্রবেশ করে অঙ্গগুলিকে প্রভাবিত করে। এছাড়াও ন্যানো প্লাস্টিক নাভির মাধ্যমে গঠন্ত শিশুর ওপর প্রভাব ফেলতে পারে।
কি কি ক্ষতি হয় প্লাস্টিকের বোতলে জল খেলে।
দিনের পর দিন প্লাস্টিকের বোতলে জল খেলে শরীরে ক্যান্সার এর ঝুঁকি বেড়ে যায়। প্লাস্টিকের বোতলে থাকা উপাদান গুলি শরীরে ক্যানসার এর কোষ গঠন করতে সাহায্য করে। প্লাস্টিকের বোতলে থাকা বি পি এ রাসায়নিক পদার্থ হার্ট এর প্রভাব ফেলে।
প্লাস্টিকের বোতলে জল পান করলে কিডনির ক্ষতি হতে পারে। এমনকি তাপের সংস্পর্শে এলে তার থেকে ডাই অক্সাইড এর মতো রাসায়নিক জলে মেশে। তাই রোদে বা উষ্ণস্থানে জল রাখা কোনো প্লাস্টিক থেকে জল খেলে কিডনির সমস্যায় আক্রান্ত হতে পারেন।
তাছাড়া এই প্লাস্টিকের বোতল তৈরীর জন্য এমন অনেক ধরনের রাসায়নিক ব্যবহার করা হয় যা প্রজনন স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। প্লাস্টিকের বোতলে জল খেলে বি পি এইচ হরমোন ও ক্রোমোজোমের সমস্যা বাড়তে পারে। তাই বিশেষজ্ঞের মতে প্লাস্টিকের বোতলে জল পান না করে স্টিল, তামা বা কাঁচের বোতলে জল পান করা নিরাপদ। যদি বিশেষ ভাবে প্লাস্টিক বোতলে প্রয়জন হয় তাহলে সেটি কম দিনের জন্য ব্যবহার করুন আর উষ্ণস্থান থেকে দূরে রাখুন।
তবে শুধু স্বাস্থ্যের নয় প্লাস্টিকের বোতল পরিবেশের ভীষনভাবে ক্ষতি করে, প্লাস্টিকের বোতল শত শত বছর ধরে নষ্ট হয় না। যা মাটির ও জলের দূষণের অন্যতম কারন।