Business ideas: ৬ টি সেরা ব্যবসায়িক আইডিয়া কম পুঁজি বিনিয়োগে 

নমস্কার বন্ধুরা আজকের মূল বিষয়বস্তু হল গ্রামের দিকে কোন কোন দোকান খুলে ব্যবসা শুরু করলে আজ থেকে শুরু করে আগামী বছরগুলিতে ব্যবসা ভালো ভাবে Grow করবে সেইরকম ছটি দোকানের ব্যবসার business Ideas এবং সম্পূর্ণ তথ্য রয়েছে এখানে।

দোকান নং-১:  ১নং ব্যবসাটি হচ্ছে Two Wheeler Service Point অর্থাৎ বাইকের গ্যারেজ। যেখানে Servicing থেকে Accessories সবকিছু Available থাকবে। সাধারণত শুধু গ্রাম বললে ঠিক হবে না গ্রাম থেকে মফস্বল বা একটু শহরতলির দিকে এই ব্যবসা জমিয়ে চলছে এবং আগামী ৩০ , ৫০ বছর ধরে চলতেই থাকবে। কারণ যেভাবে New Generation বাইকের প্রতি Interested এবং New New Model-এর বাইক নিয়ে Experiment করতে প্রস্তুত তাতে আর কিছু হোক না হোক এই একটা ব্যবসা জমিয়ে রাজ করতে চলেছে আগামী দিনের মার্কেটে। তাই আপনার বাড়ি যদি গ্রামের দিকে হয়, আর আপনার যদি 1 , 2 বছর কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনি একটা দোকান নিয়ে এইরকম গ্যারেজ তৈরি করতে পারেন।

যদি কোনো গাড়ির কোম্পানির Authorised Service Centre হয় তাহলে তো কথাই নেই, মোটামুটি ভাবে আপনার অভিজ্ঞতা দুবছর থেকে থাকলে ৫০ হাজার টাকা মানে দোকানের খরচ বাদ দিয়ে ৫০ হাজার টাকা মোট Investment নিয়ে আপনি এইরকম দোকান খুলতে পারবেন। মোটামুটি ভাবে Per day ২-৩ হাজার টাকা Income হয়ে যাবে।

দোকান নং-২: ২নং ব্যবসাটি হচ্ছে Cosmetics, Costume Jewellery, Gift, Stationary Shop অর্থাৎ একটা দোকান যেখানে বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের Cosmetics, Gift এবং মহিলাদের জন্য Costume Jewellery(যেমন- Handmade, Oxidised Jewellery) উঠেছে সেইরকম Jewellery পাওয়া যাবে অবশ্যই Stationary Item পাওয়া যাবে। অর্থাৎ এইরকম দোকান একটা যদি আপনি শুরু করতে চান আপনার Investment প্রায় দেড় লক্ষ থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত লাগবে। এতে ৩০% পর্যন্ত আপনি Profit করতে পারবেন।

যেকোনো গ্রামাঞ্চলে একটা বাজার চত্বর এরিয়াতে এইরকম দোকান খুললে ৩০-৫০ হাজার টাকা Per Month আপনার Income হবেই হবে। তাই আপনার বাড়ি যদি একটু গ্রামের দিকে হয়ে থাকে এই সমস্ত ব্যবসা গুলোর মধ্যে থেকে আপনি নিজে Idea করুন এবং নিজে একটু মার্কেটে রিসার্চ করুন যে কোনটা আপনার জন্য সুবিধা হবে বা কোনটা আপনি শুরু করতে পারবেন। তো এই Cosmetics ব্যবসার জন্য যে আগে থেকে অভিজ্ঞ থাকতে হবে তা নয়। মার্কেটে যেতে যেতে এবং রিসার্চ করতে করতে বাকি সবকিছু আপনার জানা হয়ে যাবে।

দোকান নং-৩: ৩নং ব্যবসাটি হচ্ছে Online Service Shop অর্থাৎ ব্যাঙ্কের CSP হোক বা বিভিন্ন Digital Services যেমন- Online Form Fill Up, Print Out, Bill Payment, Money Transfer এইরকম Services Provide করা হয়। গ্রামাঞ্চলের দিকে এই Online Services Shop রীতিমতো ভালো ভাবে চলছে।

আপনার কাজ হবে একটা Proper Location দেখে এইরকম দোকান খুলে বসতে পারেন। Investment মোটামুটি ভাবে ১ লক্ষ টাকা লাগবে। যদি আপনি AC ছাড়া দোকান খুলতে চান মোটামুটি ভাবে ৭০% Profit রেখে আপনি মাসে ৩০-৫০ হাজার টাকা পর্যন্ত Income করতে পারবেন, কতটা এরিয়ার লোক আপনার Service Centre-এ আসছে তার ওপর নির্ভর করে। তাই ভালো রকম একটা দোকান খোলার জন্য Option কিন্তু Online Service Centre।

দোকান নং-৪: ৪নং ব্যবসাটি হচ্ছে Salon। হ্যাঁ একটা যুগ এমন ছিল যখন কথাতেই ছিল মুচি সারায় জুতো আর নাপিত কাটে চুল কিন্তু আজ এই যুগ বদলেছে। এখন এই ধরনের Top & Modern Stylish Salon-এর Demand কিন্তু দিন দিন বাড়ছে। সেই গাছের তলায় বসে থাকা নাপিত চুল কাটবে সেই System বা Concept এখন আর নেই। তাই আপনি যদি এই কাজে Expert হতে চান ভালো জায়গা থেকে ট্রেনিং নিন। বিভিন্নরকম নামকরা ব্র্যান্ডের আওতায় আপনি ট্রেনিং নিতে পারেন। Modern Hairstyle বা Modern চুল দাড়ি কাটার System আপনি জেনে একটু Fashionable দোকান বা Salon খুলতে পারেন গ্রামের দিকে। ভীষন ভালো করে চুল কাটতে পারলে দোকান কোনোদিনও উঠবার নয়, Customer কে আপনার দোকানে আসতেই হবে। দোকান বাদে আপনার Investment পড়বে প্রায় ১ লক্ষ টাকা পর্যন্ত সেটা আপনার Chair, Accessories & Decoration-এর জন্য।

একবার আপনার Hairstyle-এর কথা এরিয়ায় ছড়িয়ে পড়লে Per day ১৫০০-২০০০ টাকা Income এবং Occasion গুলোতে আরও বেশি Income আপনি জমিয়ে করতে পারবেন।

দোকান নং-৫: ৫নং ব্যবসাটি হল সার, কীটনাশক এবং বীজের দোকান। গ্রামাঞ্চলের দিকে কৃষিকার্য এখনও ভালোভাবে চলছে। সারা বছরে কৃষকেরা বিভিন্ন সময় বিভিন্ন ফসল উৎপাদন করছেন। সেই জন্য সার, কীটনাশক এবং বীজের Demandতো রয়েইছে। বিশেষ করে বর্ষার সময় যে ধানের চাষ হয় এবং বিভিন্ন রবি ফসলের যে চাষ হয়ে থাকে তার জন্য এর Demand থেকেই থাকে। আপনাকে License নিতে হবে এর জন্য। প্রায় ৫ লক্ষ টাকা Investment পড়বে এই সার, কীটনাশকের দোকান খুলতে গেলে।

মোটামুটি ভাবে ৫০% Profit হয়ে থাকে এই ব্যবসাতে। Season গুলোতে মানে যখন বর্ষার Season আসে, রবি ফসলের Season গুলো আসে সেই সময় মোটামুটি ভাবে ৪০-৫০ হাজার টাকা Per Month Income হয়ে যাচ্ছে এর মধ্যে। গ্রামের দিকে যদি আপনার এরিয়াতে বা আপনার Locality-তে ১-২ কিলোমিটারের মধ্যে কোনো এইরকম দোকান না থাকে তাহলে আপনার কাছে Best Option হবে এই সারের দোকান।

দোকান নং-৬: ৬নং ব্যবসাটি হল হার্ডওয়ার্স এবং জেনারেল স্টোরের Business Idea। অর্থাৎ এমন একটা দোকান যেখানে হার্ডওয়ার্স Material এবং বাড়িতে প্রয়োজনীয় গৃহস্থলির জেনারেল স্টোর মানে Cleaning Material-এর সবকিছু সেখানে থাকবে। মানে একটা ছোট পেরেক, হাতুড়ি থেকে শুরু করে হার্ডওয়ার্স-এর যা যা হয়ে থাকে সমস্ত কিছু নিয়ে আপনি একটা জেনারেল স্টোর খুলতে পারেন।

একটা বাজারের খুব Popular জায়গা দেখে আপনি খুব ভালো ভাবে Business শুরু করতে পারেন। আপনি দেখবেন আপনার ওই এলাকায় বা বাজারে যেন এই দোকান না থাকে। Investment যদি ছোটো করে শুরু করেন তাহলে দুই লক্ষ টাকা ধরে রাখতে পারেন এবং ২০% Profit রয়েছে এই Business-এ। হার্ডওয়ার্স-এর সমস্ত Wholesale Market রয়েছে কলকাতার বড়বাজার বা কলকাতার চত্বরে যেখানে আপনি সবকিছু পেয়ে যাবেন। জেনারেল স্টোরে যে সমস্ত জিনিস গুলো লেগে থাকে যেমন ছোটো খাটো সেপ্টিফিন থেকে শুরু করে আমাদের Cleaning Materials পর্যন্ত সেইগুলো লোকাল বা বিভিন্ন ডিলারদের মাধ্যমে Collect করতে পারবেন দোকান চালানোর জন্য। মোটামুটি ভাবে প্রত্যেক মাসে ৫০-৬০ হাজার টাকা Income হার্ডওয়ার্স-এর দোকানে রয়েছে।

আজকের যুগে দাঁড়িয়ে আপনি গ্রামে বসে ব্যবসা করতে পারবেন।

সিরিয়ালটা আমি যেভাবে একের পর এক সাজিয়েছি ঠিক সেইভাবেই যে গুরুত্ব রয়েছে তা নয়। আপনার এলাকাতে কোন ব্যবসাটি বেশি গুরুত্বপূর্ণ, কোন ব্যবসাটি খুললে মানে এই মূহুর্তে সেই ব্যবসাটি নেই আপনি খুললে ভালো চলবে এটা আপনাকে জানতে হবে, আপনাকে বুঝতে হবে। Ultimately Market-এ আপনাকেই নামতে হবে। তাই আপনি খাতা কলম নিয়ে বসে যান আর যে সমস্ত ব্যবসার Idea গুলো আপনাদের জন্য দিলাম সেটা আগামী ২০,৩০,৫০ বছর পর্যন্ত নিশ্চিন্তে চলবে এটা ভেবেই দিয়েছি। আপনার জন্য কোনটা সহজ হবে, আপনার Investment category-তে কোনটা পড়ছে এবং এলাকাতে কোনটা ভালো ভাবে চলবে নিজে বুঝে অবশ্যই শুরু করুন। ব্যবসা শুরু করার জন্য কোনোদিন ভয় পাবেন না এগিয়ে যাবেন সাহস নিয়ে ব্যবসা আপনার হবেই।

 

Leave a Comment