Astrological update 2024 _অক্টোবরের শুরু থেকেই ভাগ্য পরিবর্তন হতে চলেছে এই পাঁচ রাশির। দেবী দুর্গার আশীর্বাদে এই কয়েকটি রাশির ফিরবে সৌভাগ্য। সমস্ত আর্থিক দুরবস্থা কেটে গিয়ে হবেন ধনবান, পাবেন ঋণ থেকে মুক্তি এবং কর্মক্ষেত্রে হবেই উন্নতি, পূরণ হবে সকল মনস্কামনা। জানুন কোন কোন রাশি রয়েছে এই তালিকায়।
জ্যোতিষ অনুযায়ী, বৃহস্পতি হল সুখ, সৌভাগ্য, জ্ঞান খ্যাতি এবং সমৃদ্ধির কারক গ্রহ। কুষ্টিতে বৃহস্পতি ভালো অবস্থানে থাকলে জাতক সুখ সমৃদ্ধি শীর্ষে অবস্থান করেন। এই কারণে কারোর ভালো সময় চললে সাধারণ ভাবে বলা হয় যে তার বৃহস্পতি তুঙ্গে রয়েছে। বর্তমানে বৃষ রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। বৃষ রাশিতে থেকেই আগামী ৯ই অক্টোবর বৃহস্পতি বক্রী চলনে যাবে। আর সেদিন থেকেই শুরু হচ্ছে শারদীয়া দুর্গা পূজো, ৯ই অক্টোবর পালিত হবে মহাষষ্ঠী। ২০২৫ সালের ৫ই ফেব্রুয়ারি পর্যন্ত বৃহস্পতি বক্র দশায় থাকবে।
জেনে নিন পুজোর মুখেই দেবগুরুর বিপরীতমুখী চলনের ফলে লাভবান হবেন কোন কোন রাশির জাতকেরা।
১.মিথুন রাশি:- মহাষষ্ঠী থেকে বৃহস্পতির বক্রী চলন শুরু হলে সোনার ভাগ্য খুলে যাবে মিথুন রাশির জাতকদের। এর ফলে মিথুনের জাতকেরা নিজেদের সব লক্ষ্য অর্জন করতে পারবেন। এদের সব স্বপ্ন সফল হবে। কোনও নতুন প্রকল্পে কাজ করার সুযোগ পাবেন। আপনার মনে পজিটিভ চিন্তাভাবনা বজায় থাকবে। এই সময় যে কাজে হাত দেবেন তাতেই সাফল্য পাবেন মিথুন রাশির জাতকেরা। তবে স্বাস্থ্যের ক্ষেত্রে এই সময়টা খেয়াল রাখা জরুরী। এই সময় বিদেশ যাত্রার দুর্দান্ত কিছু সুযোগ থাকছে যা মোটেও হাতছাড়া করা উচিত হবে না।
২.সিংহ রাশি:- বৃহস্পতির বিপরীতমুখী চলনের প্রভাবে লাভবান হবেন সিংহ রাশির জাতক জতিকারা। দুর্গা পুজোর শুরুতেই বৃহস্পতি আপনার জন্য দারুণ সৌভাগ্য নিয়ে আসবে। এই নানান দিক থেকে অর্থ লাভ করার সুযোগ পাবেন। ব্যবসায়ীদের জন্য এই সময়টা বিশেষ শুভ। কর্মক্ষেত্রেও পদোন্নতির যোগ রয়েছে। আবার যারা নতুন চাকরির জন্য চেষ্টা করছেন তাদের এই সময়টা খুবই ভালো যাবে। স্বাস্থ্যের দিক থেকে এই সময়ে বিশেষ কোনো সমস্যা হবে না। তবে বাইরের খাবার যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন। সিংহ রাশির জাতক-জাতিকাদের মধ্যে যারা বিভিন্ন সরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা খুবই ভালো।
৩.কন্যা রাশি:- বক্রী বৃহস্পতির প্রভাবে এই বছর দুর্গা পুজোর শুরুতেই সৌভাগ্যের শীর্ষে অবস্থান করবেন কন্যা রাশির জাতকরা। যে সাফল্য পাওয়ার জন্য আপনি এতদিন ধরে চেষ্টা করছিলেন তা এই সময় পেয়ে যেতে পারেন। চাকরি ও ব্যবসায় কাঙ্ক্ষিত সাফল্য লাভ করবেন। আটকে থাকা টাকা পেয়ে যেতে পারেন। কঠিন পরিশ্রম করলে তার পরিপূর্ণ ফল পাবেন। স্বাস্থ্য আগের চেয়ে ভালো হবে। তবে কোনো রকমের ঋণ দেওয়া নেওয়া করবেন না। এটি ভবিষ্যতেও আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে। শিক্ষার্থীদের জন্যই সময়টা খুবই শুভ।
৪.মকর রাশি:- আগামী ৯ই অক্টোবর থেকে পরের বছর ৫ই ফেব্রুয়ারি পর্যন্ত ভালো সময় চলবে মকর রাশির জাতকদের। এই সময়ের মধ্যে বৃহস্পতির বক্রী চলনের প্রভাবে উন্নতির পথে এগিয়ে যাওয়ার একের পর এক সুযোগ পাবেন আপনি। সমাজে সম্মান বাড়বে। কোনও সুখবর পেতে পারেন, ব্যবসায় লাভ বাড়বে। কর্মক্ষেত্রে আপনার কাজ দারুণ প্রশংসিত হবে, তবে শারীরিক ক্ষেত্রে খেয়াল রাখা বিশেষ জরুরি। পাকস্থলী অথবা পেটের সমস্যা বেশ কিছুদিন ভোগাতে পারে।
প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।
৫. বৃশ্চিক রাশি:- দুর্গা পুজো থেকেই খুব ভালো সময় আসতে চলেছে বৃশ্চিক রাশির অধিকারীদের জীবনে। যে সব সমস্যা আপনাকে ভোগাচ্ছে, বৃহস্পতি বক্রী হলেই সেইসব সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। কেরিয়ারের গ্রাফ ঊর্ধ্বমুখী হবে। এই সময় দারুণ সাফল্য পাবেন আপনি। ব্যবসায়ীরাও বড় মুনাফা অর্জন করবেন। সন্তানের দিক থেকে কোনও সুখবর পেতে পারেন।
যারা বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের এই সময় ভালো জীবনসঙ্গী লাভ হবার সুযোগ থাকবে।