itemtype="https://schema.org/Blog" itemscope>

“Best Smart phone” ২০২৫ এ ১০ থেকে ১৫ হাজার এর মধ্যে ৩টি বাছাই করা দূর্দান্ত স্মার্ট ফোন।

Best Smart phone” ২০২৫ এ ১০ থেকে ১৫ হাজার এর মধ্যে ৩টি বাছাই করা দূর্দান্ত স্মার্ট ফোন।

আজকের দিনে অনেকেই আছেন যারা কম বাজেটে ভালো ফোন কেনার জন্য আগ্রহী। তাই আজকের এই প্রতিবেদনে আমরা ১০,০০০ থেকে ১৫,০০০ টাকার মধ্যে সেরা বাছাই করা ৩ টি স্মার্ট ফোন নিয়ে আলোচনা করবো। এই ৩ টি ফোন বাছাই করতে আমরা বিশেষ ভাবে নজর দিয়েছি। ৩ টি ফোনের মধ্য প্রতেকটাই সেরা এই প্রাইস পয়েন্ট এর মধ্যে তাই ৩ টি ফোনের মধ্যে সেরা ফোনটি বাছাই করতে অবশ্যই পুরো প্রতিবেদনটি পড়ুন।

আমাদের লিস্ট এ প্রথমেই থাকছে Samsung Galaxy M14

আর দেশের বাজারে এই ফোনটি অফিসিয়ালি ভাবে পাওয়া যাচ্ছে। অফিসিয়ালি ফোনটিতে ৮জিবি RAM  ও ১২৮ জিবি ROM এ এই ফোনটির দাম রাখা হয়েছে ১৪,৯৯৯ টাকা তবে ৪ জিবি RAM ও ১২৬ জিবি ROM দিয়ে এই ফোনটির প্রাইস থাকছে ১৩,৪৯৯টাকা।

Best Smart phone

এই প্রাইস পয়েন্ট এ ফোনটিতে আছে দারুণ দারুন কিছু ফিচার্স প্রদান করছে যেমন ডিসপ্লে হিসেবে এই ফোন এ থাকছে ৬.৫ ইঞ্চির একটি সুপার এমোলেড ডিসপ্লে যা ফুল HD সাপোর্টেড আরও থাকছে ৩৯৯ পিপিআই ডেন্সিটি সাথে থাকছে 90 HZ এর রিফ্রেস রেট। ডিসপ্লের প্রটেকশন এর জন্য থাকছে কোনিং গরিলা গ্লাস ফাইভ। ফোনটির Sofware পারফরমেন্স এর জন্য থাকছে আন্ড্রয়েড ১৩ যার ব্যাকেন্ড এ থাকছে ওয়ান UI CORE 51 আর ফোনটিতে চিপসেট হিসেবে এক্সোনোস ১৩৩০ চিপসেট যা ফাইভ ন্যানোমিটার আর্কিটেকচার দিয়ে তৈরি এবং জিপিউ হিসেবে থাকছে মালি G68 AMP2 এর ফাইভ ন্যানোমিটার আর্কিটেকচার এ হওয়ার জন্য চিপসেট টা হবে যথেষ্ট পাওয়ার এফেসিয়েন্ট একারণে ফোনটিতে ব্যাটারী ব্যাকআপ ও যথেষ্ট ভালো পাবেন। ক্যামেরা তে থাকছে ব্যাক ৩ টি ক্যামেরা যার মেইন সেন্সর হিসেবে থাকছে ৫০ মেগাপিক্সেল এর একটি ওয়াইড সেন্সর যা 1.8 অপর্চার এবং ২য় থাকছে ২ মেগাফিক্সেল এর মাইক্রো আরও থাকছে ২মেগাপিক্সেল এর একটি ডেপথ সেন্সর। ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা 1080p তে সুট করতে পারবেন এবং সেলফি ক্যামেরা হিসেবে ফোন থাকছে 13 মেগাপিক্সেল ক্যামেরা ও সেলফি ক্যামেরা দিয়ে আপনারা 1080p তে সুট করতে পারবেন। ব্যাটারী ও চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোন এ থাকছে ৬০০০ এমএইচ এর একটি ব্যাটারী এবং ফোনটি সর্বোচ্চ ২৫ ওয়াট চার্জার সাপোর্ট করবে। তবে ফোনটির সঙ্গে কোনো ধরনের চার্জার পাচ্ছেন না। এই প্রাইস পয়েন্ট এ বিশেষ করে যাদের বাজেট ১৫,০০০ এর থেকে কম তাদের ক্ষেত্রে এই ফোনটি একটি ভালো অপশন।

Best Smart phone

এই লিস্টের ২য় অপশন যে ফোনটি আছে সেটি হলো vivo শুভ ব্র্যান্ড IQ তরফ থেকে IQ Z9x 5g

ফোনটি এক কথায় এই ফোনটির ব্যাপারে বলতে গেলে একে এই প্রাইস পয়েন্টের অলরাউন্ডার ফোন বলা যেতে পারে। ক্যামেরার পারফরমেন্স সব দিক থেকে ভালো এমনকি এখানে আপনি এক্সট্রা কিছু জিনিষও পেয়ে যাবেন যেমন প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম snapdragon 6 zen 1 একটি 4 নন এর তৈরি একটি 5G প্রসেসর Antutu score 550kযেটি এই প্রাইস অনুযায়ী খুব ভালো স্কোর।

Best Smart phone

খুব ভালো ভাবে গেম খেলতে পারবেন কোনো ধরনের ল্যক বা জিটার দেখতে পাবেন না এবং হেভি গেমিং এ ফোনটি খুব সহজে গরম হয়না। এছাড়াও আপনি যদি গেম লাভার হয় থাকেন এবং আপনি যাতে দীর্ঘসময় ধরে গেম উপভোগ করতে পারেন তার জন্য ফোনটির মধ্যে রয়েছে 6000mAh এর ব্যাটারী সঙ্গে 44 ওয়াট এর একটি সুপারফাস্ট চার্জার, যার মাধ্যমে 45 থেকে 50 মিনিট এর মধ্যে আপনি ফুল চার্জ করতে পারবেন। ফোনটির ডিসপ্লে তে আপনি পেয়ে যাচ্ছেন ৬.৭২” ফুল HD ডিসপ্লে 120Hz রিফ্রেস রেট এর সাথে IPS LCD ডিসপ্লে। এখানে আপনি ১০০০নেটসের পিক ব্রাইটনেস পেয়ে যাবেন ফলে  রোদের মধ্যে ডিসপ্লে দেখতে কোনো সমস্যা হবে না। ক্যামেরার কথা বলতে গেলে ব্যাক সাইড এ রয়েছে ৫০+২ মেগাপিক্সেল এর ক্যামেরা সেটআপ আর ফ্রন্ট এ রয়েছে ৮ মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা। ছবির কোয়ালিটি Vivo এর মত খুবই পরিষ্কার ও শার্প ছবি। বর্তমানে ফোনটি Android 14 এর ওপর রান করছে, ভবিষ্যতে 2টি মেজর আন্ড্রয়েড আপডেট ও ৪ বছরের সিকিউরিটি আপডেট পাবেন আর Vivo সাব ব্র্যান্ড হওয়ার জন্য প্রত্যেকটি vivo সার্ভিস সেন্টারে আপনি সার্ভিস করাতে পারবেন। ফোনটির দামের কথা নিয়ে যদি বলা যায় এই ফোনটি 6 GB RAM ও 128 GB ROM নিয়ে দাম মাত্র ১৩,৯৯৯ টাকা।

Best Smart phone

 

এরপর আমাদের লিস্টে ৩য় অপশন যে ফোনটি আছে সেটি হলো Redmi note 13 5G।

আপনি যদি বেশি RAM ,ROM ও সুন্দর ডিজাইন এর একটি কিনতে চেয়েছেন এই ফোনটি তাহলে আপনার জন্য এই লিস্টের এটি একমাত্র ফোন যেখানে আপনি 8 GB RAM এর সাথে 256 GB ROM পেয়ে যাবেন। ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি একদম প্রিমিয়াম লেভেল এর হালকা ও পাতলা যা হাতে ধরার জন্য খুবই কমফোর্টেবিল।

Best Smart phone

এই ফোনটির ডিসপ্লে দেখার পর সবাই এর প্রেমে পড়ে যাবে কারণ এতে চিন বেজেলস নেই বললেই চলে যায় কারনে একটি প্রিমিয়াম লুক কভার করে এছাড়াও আপনি 6.67″ FHD + 120Hz এর সুপার এমোলেড ডিসপ্লে পাচ্ছেন যার ওপর গরিলা গ্লাস 5 এর প্রটেকশন রয়েছে। দূর্দান্ত কালার আউটপুট পেয়ে যাবেন যা আপনার ভিডিও দেখার অভিজ্ঞতা বারিয়ে তুলবে। ব্যাক সাইড এ রয়েছে 108 মেগাপিক্সেল এর 3টি ক্যামেরা সেটআপ যেখানে আপনি 8 মেগাপিক্সেল এর একটি ultra wide ক্যামেরাও পেয়ে যাবেন। ফ্রন্ট এ থাকছে 16 মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা। ছবি গুলি খুব সার্প ও ক্লিয়ার, ডিটেইলস এর কোনো অভাব নেই। প্রসেসর হিসেবে রয়েছে MediaTek এর Dimonsity 6080 এটি যথেষ্ট ক্যাপাবল প্রসেসর আপনার প্রতিদিনের কাজ সহ বড় বড় গেম কোনো ধরনের ল্যক বা জটিলতা ছাড়াই খেলতে পারবেন। ফোনটিকে চলানোর জন্য রয়েছে 5000mAh এর একটি ব্যাটারী ও 33W এর একটি ফাস্ট চার্জার। যা আপনি ফোনটির বক্স এর মধ্যেই পেয়ে যাবেন।

Best Smart phone

বর্তমানে ফোনটির দাম ১৫,৭৫০ টাকা রয়েছে তবে বিভিন্ন ধরনের অফারে আপনি এই ফোনটি ১৫,০০০ টাকার ভিতরে পেয়ে যাবেন।

Leave a Comment